김민희

৬৭তম ‘বার্লিন ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভাল’ এ সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন কিম মিন হে। তিনিই প্রথম কোন কোরিয়ান অভিনেত্রী যিনি এই পুরস্কার জিতলেন। মনোনয়ন পাওয়া ১৭ জন অভিনেত্রীর সাথে প্রতিযোগিতা করে তিনি ‘অন দ্য বিচ এট নাইট এলোন’ সিনেমায় অভিনয়ের জন্য এই পুরস্কার জিতেন।

chardike-ad

 

পুরস্কার পাওয়ার পর প্রতিক্রিয়ায় কিম মিন হে সিনেমাটির পরিচালক হোং সাং সু’র প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি সকল দর্শক, শুভাকংখীকে ধন্যবাদ জানান।  সিনেমাটি আগামী মাসে কোরিয়ায় মুক্তি পাবে।