শনিবার । জুন ১৪, ২০২৫ । ১০:৪১ অপরাহ্ন
বাংলা টেলিগ্রাফ ডেস্ক প্রবাস ৩১ মার্চ ২০১৭, ৫:০০ পূর্বাহ্ন
শেয়ার

দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট পার্ক গ্রেফতার


0002643561_002_20170331053413933

দক্ষিণ কোরিয়ায় সদ্য অভিশংসিত হওয়া প্রেসিডেন্ট পার্ক গুন হে’কে আজ ভোরে গ্রেফতার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার পার্ককে জিজ্ঞাসাবাদের পর আজ রাত ৩টা ৩ মিনিটে তার বিরুদ্ধে গ্রেফতারের অনুমোদন দেওয়া হয়। ভোর ৪টা ৩০মিনিটে তাকে গ্রেফতার করা হয়।

পার্কের বিরুদ্ধে দূর্নীতি, ক্ষমতার অপব্যবহার এবং রাষ্ট্রীয় গোপন তথ্যপ্রকাশের অভিযোগ আনা হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে সর্বনিন্ম ১০বছরের জেল হতে পারে বলে জানিয়েছে স্থানীয় মিডিয়াগুলো।

সাবেক প্রেসিডেন্ট জন দু হোয়ান এবং নো থে উ এর পর তৃতীয় প্রেসিডেন্ট হিসেবে গ্রেফতার হলেন প্রেসিডেন্ট পার্ক গুন হে।