Search
Close this search box.
Search
Close this search box.

৫০ লাখ ছাড়িয়ে গেছে গ্যালাক্সি এস৮ বিক্রি

Samsung-Galaxy-S8উন্মোচনের পর থেকে এ পর্যন্ত ৫০ লাখের অধিক গ্যালাক্সি এস৮ স্মার্টফোন বিক্রি করেছে স্যামসাং। কোরিয়ার দ্য ইনভেস্টরকে এমনই তথ্য জানিয়েছে নাম প্রকাশে অনিচ্ছুক এক স্যামসাং কর্মকর্তা।

স্যামসাংয়ের পক্ষ থেকে জানানো হয়, যদিও আমরা সঠিক সংখ্যাটি জানাতে পারবো না তবে বিশ্বব্যাপী নতুন এই ফ্ল্যাগশিপ ফোনের বিক্রি স্বাভাবিকভাবেই হচ্ছে। ইতিমধ্যেই ৫০ লাখের অধিক ইউনিট বিক্রি হয়েছে।

chardike-ad

মাত্র ২৫ দিন হলো বাজারে এসেছে স্যামসাংয়ের গ্যালাক্সি এস৮ ও গ্যালাক্সি এস৮ প্লাস। এর থেকেও কম সময় এসেছে ইউরোপ ও ভারতের বাজারে। এমনকি চীনের বাজারে এখনও উন্মুক্ত হয়নি।

সম্প্রতি প্রকাশিত এক তথ্যমতে, বাজারে আসার প্রথম প্রান্তিকে গ্যালাক্সি এস৭ ও এস৭ এজ মাত্র ৭২ লাখ ইউনিট বিক্রি হয়। সেখানে এস৮ এর বিক্রি তুলনামূলক অনেক বেশিই!

অপরদিকে, প্রথম তিন সপ্তাহে বাজারে ১ কোটি ইউনিট গ্যালাক্সি এস৭ ছাড়া হয়। তবে বাজারে ছাড়া ও বিক্রির মধ্যে পার্থক্য রয়েছে। যদিও আনুষ্ঠানিকভাবে নতুন ফোন বিক্রির বিষয়ে কিছু জানায়নি দক্ষিন কোরিয়ার প্রযুক্তি জায়ান্টটি।