Search
Close this search box.
Search
Close this search box.

নিউজিল্যান্ডকে ২৫৮ রানের টার্গেট দিল বাংলাদেশ

bangaldeshত্রিদেশীয় সিরিজের তৃতীয় ম্যাচে নিউজিল্যান্ডকে ২৫৮ রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ। সৌম্য সরকার, মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদের তিন অর্ধশতকে নির্ধারিত ওভার শেষে লড়াকু পুঁজি পায় টাইগাররা।

ষষ্ঠ উইকেট জুটিতে মোসাদ্দেক হোসেনের সঙ্গে ৬১ রানের জুটি গড়েন মাহমুদউল্লাহ।

chardike-ad

বুধবার (১৭ মে) ডাবলিনে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন কিউই অধিনায়ক টম ল্যাথাম। বিদেশের মাটিতে ব্ল্যাক ক্যাপসদের প্রথমবারের মতো হারানোর লক্ষ্যে চোখ রাখছে টাইগাররা। এক ম্যাচের নিষেধাজ্ঞা কাটিয়ে তাসকিন আহমেদের জায়গায় একাদশে ফেরেন অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।

ওপেনিং জুটিতে দুর্দান্ত শুরু এনে দেন সৌম্য সরকার ও তামিম ইকবাল। ৭২ রানের মাথায় বিদায় নেন তামিম (৪২ বলে ২৩)। তামিমের পর মাত্র ১ রান করে আউট হয়ে দলকে চাপের মুখে ফেলেন সাব্বির রহমান। অপর প্রান্তে সাবলীল ব্যাটিংয়ে ক্যারিয়ারের পঞ্চম ওয়ানডে অর্ধশতক তুলে নেন সৌম্য।

ইনিংসের ১৬তম ওভারে জেমস নিশামের বলে কলিন মুনরোর হাতে ধরা পড়েন তামিম। পরের ওভারেই স্পিনার মিচেল স্যান্টনারের ডেলিভারিতে বোল্ড হয়ে হতাশায় ডোবেন সাব্বির।

দলীয় ১৩২ রানে ইশ সোধির বলে মিড-অফে জেমস নিশামের ক্যাচবন্দি হয়ে সাজঘরে ফেরেন সাকিব অাল হাসান (৬)। তার আগে ২৫তম ওভারে সোধির প্রথম শিকারে পরিণত হন সৌম্য (৬১)। সুইপ করতে গিয়ে টম ল্যাথামের ক্যাচে পরিণত হন। মুশফিকুর রহিমের সঙ্গে তার পার্টনারশিপ থামে ৩৮ রানে।

অর্ধশতক হাঁকিয়ে জেমস নিশামের বলে লুক রনকির গ্লাভসে আটকা পড়েন মুশফিক (৫৫)। ১৮১ রানে পঞ্চম উইকেট হারায় টাইগাররা। আউট হওয়ার আগে মাহমুদউল্লাহর সঙ্গে ৪৯ রানের জুটি গড়েন মুশফিক।

প্রসঙ্গত, স্লো ওভার রেটের কারণে এক ম্যাচের নিষেধাজ্ঞা থাকায় স্বাগতিক আয়ারল্যান্ডের বিপক্ষে পরিত্যক্ত হওয়া ১২ মে’র উদ্বোধনী ম্যাচ খেলতে পারেননি মাশরাফি। দলকে নেতৃত্ব দেন সাকিব আল হাসান। বাংলাদেশের ব্যাটিং ইনিংস চলাকালীন বৃষ্টি বাধায় শেষ পর্যন্ত ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করেন ম্যাচ অফিসিয়ালরা। নিজেদের প্রথম ম্যাচে (১৪ মে) আইরিশদের বিপক্ষে ৫১ রানের জয় পায় নিউজিল্যান্ড।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, সৌম্য সরকার, সাব্বির রহমান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন, মেহেদী হাসান মিরাজ, মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমান।

নিউজিল্যান্ড একাদশ: টম ল্যাথাম (অধিনায়ক), লুক রনকি (উইকেটরক্ষক), নেইল ব্রুম, রস টেইলর, কলিন মুনরো, জেমস, নিশাম, জর্জ ওয়ার্কার, সেথ রাঞ্চি, মিচেল স্যান্টনার, ইশ সোধি, হামিশ বানেট।