Search
Close this search box.
Search
Close this search box.

কোরিয়ায় আজ চাঁদ দেখা গেলে কাল ঈদ

অনলাইন প্রতিবেদক, সিউল, ৭ আগষ্ট ২০১৩:

‘ও মন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ’।

chardike-ad

কোরিয়ায় আজ চাঁদ দেখা গেলে কাল ঈদ। মুসলমানদের এক মাস সিয়াম সাধনার পর উৎসবের দিন এই ঈদ-উল ফিতর। অন্যান্য দেশের মত কোরিয়ায় বসবাসরত মুসলমানরাও আনন্দ উৎসাহের মাধ্যমে ঈদ উৎযাপনের প্রস্তুতি নিচ্ছে। তবে কোরিয়ায় বসবাসরত মুসলমানদের অধিকাংশই বিদেশী হওয়ায় অনেকটা নিজেদের দেশের মানুষদের মধ্যেই ঈদ উৎযাপন করতে দেখা যায়।

849কোরিয়া মূলত মালয়েশিয়ায় চাঁদ দেখার উপর নির্ভর করে। মালয়েশিয়া এবং কোরিয়া একই দিনে ঈদ উৎযাপন করে থাকে। তাই আজ সবার চোখ থাকবে মালয়েশিয়ার উপর। আজ রাত নয়টার পরে কোরিয়া মুসলিম ফেডারেশন কোরিয়ায় কাল ঈদ হবে কিনা তা নিশ্চিত করবে।

বাংলাদেশের মত সারাদেশব্যাপী উৎসবমূখর পরিবেশে ঈদ পালন করতে না পারলেও কোরিয়ায় বাংলাদেশীরা নিজেদের মধ্যে আনন্দ ভাগাভাগির মধ্যেই ঈদ উৎযাপন করবে। বাংলাদেশে স্বজনদেরকে ফোন দিয়ে ঈদের আনন্দ ভাগাভাগির পাশাপাশি কোরিয়ায় বসবাসরত বন্ধুদের বাসায় বাসায় গিয়ে ঈদের আনন্দ উপভোগ করবে কোরিয়ায় বসবাসরত বাংলাদেশী প্রবাসীরা। উল্লেখ্য, কোরিয়ায় কাল ঈদ হলে বাংলাদেশে শুক্রবার ঈদ হওয়ার সম্ভাবনা রয়েছে।