Search
Close this search box.
Search
Close this search box.

মেসির ২১ মাসের জেল?

messiসত্যিই কি ফুটবলের জাদুকর লিওনেল মেসিকে জেলের ঘানি টানতে হবে?২০০৭ থেকে ২০০৯ সাল পর্যন্ত কর না দেয়ার অভিযোগে তাকে ২১ মাসের কারাদণ্ড এবং ২ মিলিয়ন ইউরো জরিমানা করা হয়।

এরপর মেসি ও তার বাবা হর্হে আদালতে আবেদন জানিয়েছিলেন। সেই আবেদন আজ বুধবার খারিজ হয়ে যায়। কর ফাঁকির মামলায় লিওনেল মেসি ও তার বাবা হোর্হে হোরাসিও মেসির ২১ মাসের জেলের সাজা দিয়েছেন বার্সেলোনার আদালত। সঙ্গে দুই মিলিয়ন ইউরো জরিমানাও করা হয়েছে মেসিকে। তবে সাজা হলেও জেলে যেতে হচ্ছে না আর্জেন্টিনা ও বার্সেলোনা ফরোয়ার্ড এবং তার বাবাকে।

chardike-ad

স্প্যানিশ নিয়ম অনুযায়ী, প্রথম অপরাধের ক্ষেত্রে (যদি হিংস্র না হয়) সাজার মেয়াদ দুই বছরের কম হলে সাধারণত জেলে যেতে হয় না। আপাতত জেলের সাজাটা তাই স্থগিতই থাকছে।

জেলের সাজা স্থগিত হলেও জরিমানা ঠিকই দিতে হবে। রয়টার্সের খবর অনুযায়ী, আদালত আর্জেন্টাইন অধিনায়ককে ২০ লাখ এবং তার বাবাকে ১৫ লাখ ইউরো জরিমানা করেছে।