Search
Close this search box.
Search
Close this search box.

বিমানের ক্যাটারিং ম্যানেজার বরখাস্ত

prime-ministerপ্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী বিমানে খাবার সরবরাহে গাফিলতির অভিযোগে বিমান ফ্লাইট ক্যাটারিং সেন্টারের (বিএফসিসি) সহকারী ম্যানেজার (অপারেশন) নুরুল মোমেন মিয়াকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

প্রধানমন্ত্রীর অস্ট্রিয়াগামী বিমানের ফ্লাইটে দেওয়ার আগে ট্যাগবিহীন দুটি স্যুপের ফ্লাস্ক উদ্ধার করে প্রধানমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ)।

chardike-ad

এ নিয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পৃথক দুটি তদন্ত কমিটি গঠন করেছে। এ ছাড়া ফ্লাস্কের স্যুপ ফরেনসিক বিভাগে পরীক্ষা করা হচ্ছে।

বিমান মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন এ বিষয়ে সাংবাদিকদের জানান, প্রধানমন্ত্রীর খাবার সরবরাহের সময় স্যুপের ট্যাগ না দেওয়ায় বিএফসিসির সহকারী ম্যানেজারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে এবং মন্ত্রণালয়ের পক্ষ থেকে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।