Search
Close this search box.
Search
Close this search box.

কাদা মাখা জিন্সের দাম ৩৪,৪২৬ টাকা

jeans-muddyহাল আমলের ফ্যাশনে ছেড়া পোশাক থেকে শুরু করে গাছের বাকলও শক্ত জায়গা দখল করেছে। রঙচটা পোশাক আরও পুরনো ফ্যাশন। তবে একেবারে সত্যি সত্যি ময়লা বা কাদা মাখা পোশাক নিয়ে আসলো যুক্তরাষ্ট্রের ফ্যাশন হাউজ নদস্ট্রম।

প্রতিষ্ঠানটি ছেলেদের জন্য সম্পূণ নতুন ডিজাইনের ডেনিন শার্ট ও প্যান্ট এনেছে বাজারে। নতুন এই পোশাকটির বিশেষত্ব হচ্ছে নতুন পোশাকটির কোনো অংশে কাদার প্রলেপ দেওয়া আছে। আর তা বিশেষ উপায়ে স্থায়ী করা হয়েছে। নতুন ফ্যাশনের প্রতি জোড়া পোশাকের দাম ধরা হয়েছে ৪২৫ ডলার বা ৩৪,৪২৬ টাকা।

chardike-ad

প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে জিন্সের পোশাককে যুক্তরাষ্ট্রের শ্রমিকদের তাদের কাজের পোশাক হিসেবে জিন্স ব্যবহার করে। শ্রমিকদের প্রতি শ্রদ্ধা জানাতেই ফ্যাশনে নতুন এই মাত্রা যুক্ত করা হয়েছে।

তবে পোশাকটি যখন একটি টেলিভিশনের অনুষ্ঠানে প্রথম উপস্থাপন করা হয় তখন সেই অনুষ্ঠানের আয়োজকরা পোশাকটিকে পরিচ্ছন্নতার ছাড়পত্র দেয়নি। বরং ওই অনুষ্ঠানের সঞ্চালক মাইক রো দফায় দফায় এই ধরনের ফ্যাশনের সমালোচনা করেছেন।