Search
Close this search box.
Search
Close this search box.

মালয়েশিয়ান বিমানে বোমা আতঙ্ক

Malaysia-Airlinesবোমা হামলার আতঙ্কে অস্ট্রেলিয়া থেকে যাত্রা শুরু করা মালয়েশিয়ান এয়ারলাইন্সের একটি বিমান যাত্রা বাতিল করে আবার অস্ট্রেলিয়া ফিরে এসেছে। বিমানে এক যাত্রী বোমা হামলার হুমকি দিলে এই ঘটনা ঘটে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এমনটা জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, বিমানচলাকালীন সময়ে এক যাত্রী দাবি করে তার কাছে বোমা আছে। অ্যান্ড্রু লিওনসি নামে বিমানের এক যাত্রী বলেন, ‘তিনি এই বিমান ধ্বংস করে দেওয়ার হুমকি দেন। এবং সে খুবই আত্মবিশ্বাসী ছিল এই ব্যাপারে।।’ বিজনেস ক্লাসের এক যাত্রীও এমনটা জানান। তিনি বলেন, ‘স্টাফরা চিৎকার করছিলো যে সাহায্য প্রয়োজন। আমিও সিটবেল্ট খুলে ঝাপিয়ে পড়ি। এরপর ওই ব্যক্তি বিমানের পেছনে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু দুজন ধরে তার হাত থেকে বোমা ছিনিয়ে নেয় এবং তাকে বেঁধে ফেলে।’

chardike-ad

যাত্রীদের মাঝে এসময় আতঙ্ক ছড়িয়ে পড়ে। মালয়েশিয়ার যোগাযোগ মন্ত্রণালয়ের উপমন্ত্রী আব্দুল আজিজ কাপরাউই বলেন, শ্রীলঙ্কান এক যাত্রী মদ্যপ অবস্থায় সবাইকে ভয় দেখাচ্ছিলো। এটা কোনও ছিনতাই বা হামলা নয়। তিনি বলেন, ‘হুমকিদাতার কাছে কোনও বোমা ছিলনা। বরং একটি পাওয়ার ব্যাংককে বোমা বলে দাবি করছিলেন তিনি। বিমানের সবাই নিরাপদ আছেন।’

এরপর পুলিশ বিমানে জোর তল্লাশি চালায়। পুলিশ সুপার অ্যান্ডি ল্যাংডন বলেন, শ্রীলংকান ওই ব্যক্তির মানসিক সমস্যা থেকে থাকতে পারে। এখনই একে সন্ত্রাসী কর্মকাণ্ড বলা যাচ্ছেনা।