Search
Close this search box.
Search
Close this search box.

কোরিয়ার অন্যতম প্রাচীন মসজিদ আনিয়াং মসজিদের ইফতার মাহফিল অনুষ্টিত হবে আগামীকাল রবিবার। ইফতার মাহফিলের আগে রমজান মাসের তাতপর্য নিয়ে আলোচনা সভায় বিভিন্ন মুসলিম দেশের রাষ্ট্রদূত, দূতাবাসের কর্মকর্তাগণ, কমিউনিটির নেতৃবৃন্দ আলোচনা রাখবেন।

chardike-ad

আনিয়াং মসজিদ প্রতিবছরের মত এবারো বড় পরিসরে ইফতার মাহফিলের আয়োজন করতে যাচ্ছে। কোরিয়ার বিভিন্ন প্রদেশ থেকে আনিয়াং মসজিদের ইফতার মাহফিলে বাংলাদেশী প্রবাসীরা যোগ দেন। মসজিদের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে কোরিয়ার সকল প্রবাসীকে ইফতার মাহফিলে দাওয়াত দেওয়া হয়েছে।

আনিয়াং মসজিদ কোরিয়া প্রবাসীদেরকে ধর্মীয় অনুশাসন পালনে সহায়তা ছাড়াও প্রবাস জীবনের বিভিন্ন সমস্যার সমাধান করে থাকে। বছরব্যাপী বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে আনিয়াং মসজিদ দীর্ঘদিন ধরে কোরিয়াতে বাংলাদেশীদের জন্য একটি বড় ভূমিকা পালন করে আসছে।