Search
Close this search box.
Search
Close this search box.

মালয়েশিয়ায় ধর্ষণের অভিযোগে ১২ বাংলাদেশি আটক

malaysiaমালয়েশিয়ায় এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে ১২ বাংলাদেশিকে আটক করেছে সে দেশের পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, ধর্ষণের ঘটনায় বিদেশিদের অপরাধী করে মামলা করার পর গত শনিবার (১০ জুন) পুলিশ অভিযান চালায়।

সন্দেহভাজন তিন ইন্দোনেশীয় নাগরিককে উদ্দেশ্য করে চালানো এ অভিযানে ২৫ জন অবৈধ অভিবাসীকে আটক করে পুলিশ। আটক ২৫ জনের মধ্যে ১২ জন বাংলাদেশি নাগরিক রয়েছে। মালয়েশিয়ায় বসবাসের কোনো বৈধ কাগজপত্রও তাদের সঙ্গে ছিল না।

chardike-ad

কেলাং উতারা জেলা পুলিশ প্রধান সহকারী কমিশনার ইউসুফ মামাত জানান, অভিযান পরিচালনার জন্য গত শুক্রবার কামপং রানতু পানজাং জায়গাকে হটবেড হিসেবে চিহ্নিত করা হয়েছিল। সেখানে বৈধ ও অবৈধ অসংখ্য বিদেশি আছে বলে বিভিন্ন সূত্রে জানার পর এ অভিযান পরিচালনা করা হয়।

তিনি বলেন, ৩ জন কর্মকর্তা ও ৩২ জন কর্মীর সমন্বয়ে এ অভিযান পরিচালনা করেন ফৌজদারি তদন্ত বিভাগের সহকারী সুপারিটেনডেন্টন্ড আজহার আলী। সন্দেহভাজনদের খুঁজে না পাওয়া পর্যন্ত এবং এলাকাটি অপরাধমুক্ত না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

জানা গেছে, গত ৭ জুন কাম্পুং রণতু পাঞ্জাংয়ে নিজ বাড়িতে রাত ৪টার দিকে গৃহবধু ধর্ষণের শিকার হন।