Search
Close this search box.
Search
Close this search box.

বাংলাদেশ-ভারত ম্যাচে বৃষ্টির সম্ভাবনা নেই

bangladesh-indiaচ্যাম্পিয়ন্স ট্রফির শুরু থেকে প্রায় প্রতিটি ম্যাচেই হানা দিয়েছে বৃষ্টি। অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড ও বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচ তো শেষ পর্যন্ত বৃষ্টির কারণে পরিত্যক্তই হয়েছে। আজ (বৃহস্পতিবার) দ্বিতীয় সেমিফাইনালে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। তবে ক্রিকেটপ্রেমীদের জন্য সুখবর হল এ ম্যাচে বৃষ্টির কোন সম্ভাবনা নেই।

ইংল্যান্ডের আবহাওয়াবিদেরা জানান, ‘বৃহস্পতিবার এজবাস্টনে বাংলাদেশ-ভারত ম্যাচে বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে।’

chardike-ad

এদিকে টুর্নামেন্টের প্লেয়িং কন্ডিশন বলছে, বৃষ্টির কারণে আজকের খেলা পরিত্যক্ত হলে ফাইনালে উঠবে ভারত। নিজ গ্রুপে চ্যাম্পিয়ন হওয়া কারণে এ সুবিধা পাবে তারা।সে হিসেবে বাদ পড়ে যাবে বাংলাদেশ। আর খেলা টাই হলে অবশ্য ম্যাচ নিষ্পত্তি হবে সুপার ওভারে।

উল্লেখ্য, বাংলাদেশ-ভারতের দ্বিতীয় সেমিফাইনালটি বার্মিংহামের এজবাস্টনে আজ বাংলাদেশ সময় বিকেল ৩.৩০ মিনিটে শুরু হবে। আর ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে বিটিভি, মাছরাঙা টিভি, গাজী টিভি ও স্টার স্পোর্টস ১।