australiaক্রিকেট অস্ট্রেলিয়ার সঙ্গে দেশটির ক্রিকেটারদের দ্বন্দ্ব এখন চরমে। তবে বসে নেই তারা। আমোদেই সময় কাটাচ্ছেন অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা। দলের অধিনায়ক স্টিভ স্মিথ সদ্যই বিয়ে করেছেন, এবার ডেভিড ওয়ার্নার, মিচেল স্টার্ক ও উসমান খাজা প্রস্তুতি নিচ্ছেন বেকারত্ব ঘোচবার। যদিও তা নিছক বিনোদন ছাড়া কিছু নয়!

সম্প্রতি প্রায় ২০০ ক্রিকেটারের সঙ্গে ক্রিকেট অস্ট্রেলিয়ার বাৎসরিক চুক্তির সম্পাত্তি ঘটেছে। খেলোয়াড়রা বোর্ডের বেঁধে দেওয়া সময়ে সমস্যা নিরসনে সমঝোতায় তো যাননিই, বরং নতুন করে চুক্তি নবায়নও করেননি। সেই সাথে সৃষ্ট বেকারত্ব নিয়ে রীতিমতো হাস্য-রসের সৃষ্টি করছেন।

chardike-ad

চলমান ঘোলাটে অবস্থায় বেকারত্ব দূর করতে কী করছেন তার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন ওয়ার্নার, স্টার্ক ও খাজা। অস্ট্রেলিয়ান সহ-অধিনায়ক ওয়ার্নার ইন্সটাগ্রামে একটি ছবি প্রকাশ করেন, যেখানে দেখা যায় তিনি সাবেক অধিনায়ক রিকি পন্টিংয়ের কুকুর চড়াচ্ছেন! ছবির সাথে লেখা, বেকার ডেভিড ওয়ার্নার রিকি পন্টিংয়ের কুকুর চড়াচ্ছেন।’

australiaওয়ার্নারকে অনুসরণ করে মিচেল স্টার্কও তার একটি ছবি পোষ্ট করেন ইন্সটাগ্রামে। যেখানে দেখা যাচ্ছে, গলফ খেলছেন স্টার্ক। সাথে লেখা, ‘যদিও আমার আরও একটি পেশায় যুক্ত হওয়ার সুযোগ আছে, তবুও তা হতাশাজনক।’

অন্যদিকে উসমান খাজা চাকরি খোঁজার একটি ওয়েবসাইটে ব্রাউজ করছেন, এমন ছবি পোষ্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘বেকারত্বের কারণে আমার পথগুলো খুঁজছি…’

এদিকে আগামী আগস্ট-সেপ্টেম্বরে বাংলাদেশ সফরে দুটি টেস্ট খেলার কথা রয়েছে অস্ট্রেলিয়ার। তবে চলমান সংটের কারণে এই সিরিজটি এখন শঙ্কার মুখে। এছাড়া অজিদের আসছে ঐতিহাসিক অ্যাশেজ সিরিজও অন্ধকারাচ্ছন্ন।