Search
Close this search box.
Search
Close this search box.

‘কেকের মতো সহজেই ধ্বংস করা যাবে দক্ষিণ কোরিয়াকে’

north-koreaপিয়ংইয়ং হুমকি দিয়ে বলেছে, এক টুকরা কেকের মতো সহজেই দক্ষিণ কোরিয়াকে ধ্বংস করে দেয়া যাবে; আর আমেরিকার কেন্দ্রস্থলে পরমাণু বোমা হামলা চালানো যাবে। পিয়ংইয়ংয়ের আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষাকে কেন্দ্র করে আমেরিকা – দক্ষিণ কোরিয়া সামরিক মহড়া চালানোর পরিপ্রেক্ষিতে এ হুমকি দেয়া হয়।

পিয়ংইয়ংয়ের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি বা কেসিএনএ’র প্রতিবেদনে সিউলকে তাবেদার ‘সামরিক অপরাধী চক্র’ হিসেবে উল্লেখ করা হয়। এতে আরো বলা হয়েছে, এক টুকরা কেকের মতো সহজেই দক্ষিণ কোরিয়ায় ধ্বংস করা যাবে। বিবৃতিতে বলা হয়, পিয়ংইয়ং এখন ধ্বংস করে দিতে পারবে মহাসাগরের ওপারে অবস্থিত আমেরিকাকেও।

chardike-ad

পিয়ংইয়ং দাবি করেছে, আমেরিকার কেন্দ্রস্থলে বড় পরমাণু বোমা হামলা চালানো যাবে।

৪ জুলাই মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাধীনতার দিনটিতে উত্তর কোরিয়া প্রথম বারের মতো আইসিবিএম’এর সফল পরীক্ষা করেছে। উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন এ পরীক্ষাকে আমেরিকার জন্য উপহার হিসেবে অভিহিত করেছেন