Search
Close this search box.
Search
Close this search box.

আজীবন নিষিদ্ধ হতে পারেন পাকিস্তানের দুই ব্যাটসম্যান

sarjeel-khan-and-khalid-latifপাকিস্তান সুপার লিগে (পিএসএল) ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগে সাময়িক নিষিদ্ধ হয়ে আছেন সারজিল খান ও খালিদ লতিফ। গত পিএসএলে তাদের বিরুদ্ধে ফিক্সিংয়ে জড়িত থাকার অভিযোগ ওঠে। এরপর থেকে তদন্ত চলছিলো। তদন্ত শেষে পাকিস্তান বোর্ড তাদেরকে আজীবন নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিতে যাচ্ছে বলে জানা গেছে।

সর্বশেষ পিএসএলে এই দুই ব্যাটসম্যান খেলেছিলেন ইসলামাবাদ ইউনাইটেডের হয়ে। তখনই তাদের বিরুদ্ধে ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ ওঠে।

chardike-ad

পাকিস্তান ক্রিকেটে ম্যাচ ফিক্সিংয়ের ঘটনা প্রায় নিয়মিত ব্যাপার। এ নিয়ে সব সময়ই ব্যস্ত থাকতে হচ্ছে পিসিবিকে। অবশ্য গত কয়েক বছরে এ ধরনের অপতৎপরতা কমে এসেছিলো। কিন্তু সারজিল ও খালিদের ঘটনাটা আবার পাকিস্তান ক্রিকেটকে নাড়া দিয়ে গেলো।

এর আগে, ২০১০ সালের ইংল্যান্ড সফরে লর্ডসে স্পট ফিক্সিং করে নিষিদ্ধ হন পাকিস্তানের তিন ক্রিকেটার। মোহাম্মদ আসিফ, সালমান ও মোহাম্মদ আমির। এদের মধ্যে আমির নিষেধাজ্ঞা কাটিয়ে ক্রিকেটে ফিরলেও আসিফ আর সালমান হারিয়ে গেছেন।