Search
Close this search box.
Search
Close this search box.

স্নাতকে কোরিয়া সরকারের বৃত্তি, ১০ অক্টোবরের মধ্যে আবেদন

অনলাইন প্রতিবেদক, ৯ সেপ্টেম্বর ২০১৩, সিউল:

স্নাতক পর্যায়ে বৃত্তি দেবে কোরিয়া সরকার। ‘গ্লোবাল কোরিয়া স্কলারশিপ ২০১৪’ শীর্ষক এ প্রোগ্রামের আওতায় বৃত্তিপ্রাপ্তরা দেশটির ন্যাশনাল ইনস্টিটিউট ফর ইন্টারন্যাশনাল এডুকেশনের (এনআইআইইডি) মাধ্যমে পড়াশোনার সুযোগ পাবে। শিক্ষামন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

chardike-ad

logoতিনটি ধাপে প্রার্থী নির্বাচন করা হবে। প্রথম ধাপে কোরিয়ার দূতাবাস প্রাথমিকভাবে প্রার্থী নির্বাচন করবে। এরপর এনআইআইইডি কর্তৃপক্ষ যোগ্যতা যাচাইয়ের মাধ্যমে প্রার্থী বাছাই করবে। শেষ ধাপে, বিশ্ববিদ্যালয় চূড়ান্তভাবে প্রার্থী নির্বাচন করবে।

আগ্রহীদের ১০ অক্টোবরের মধ্যে আবেদন সরাসরি জমা দিতে হবে ঢাকার কোরিয়া দূতাবাসের ঠিকানায়: ৪, মাদানী এভিনিউ, বারিধারা, ঢাকা।

বিস্তারিত জানা যাবে কোরিয়ার বৃত্তি সংশ্লিষ্ট এ সাইটে- www.niied.go.kr/eng/index.do। আরও তথ্য পেতে ভিজিট করুন এ দুটি সাইটে- www.bgd.mofat.go.kr