Search
Close this search box.
Search
Close this search box.

উত্তর কোরিয়া প্রসঙ্গে আমেরিকার প্রতি রাশিয়ার হুঁশিয়ারি

un-rasian-ambasedor-Vassali-Nebenziaউত্তর কোরিয়া প্রসঙ্গে আমেরিকার প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করেছে রাশিয়া। এক বিবৃতিতে রাশিয়া আমেরিকার উদ্দেশ্যে বলেছে, ‌’উত্তর কোরিয়ার বিরুদ্ধে উস্কানিমূলক পদক্ষেপ নেয়া থেকে বিরত থাকুন।’ এমন এক সময় রাশিয়া এ বিবৃতি দিল যখন ওয়াশিংটন ও পিয়ংইয়ংয়ের মধ্যে চরম উত্তেজনা চলছে এবং একে অপরকে হামলার হুমকি দিয়ে আসছে।

জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত ভ্যাসলি নেবেনজিয়া মার্কিন যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ওই হুঁশিয়ারিমূলক বিবৃতি দিয়েছেন বলে উল্লেখ করেছে কয়েকেটি আন্তর্জাতিক গণমাধ্যম। গত শনিবার উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানোর প্রতিক্রিয়ায় দেশটির বিরুদ্ধে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে নিষেধাজ্ঞা প্রস্তাব আনে যুক্তরাষ্ট্র। নিষেধাজ্ঞা প্রস্তাব অনুমোদন হওয়ার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উত্তর কোরিয়ার বিরুদ্ধে আগাম হামলা চালানোর হুমকি দেন।

chardike-ad

ট্রাম্পের ওই হুমকির জবাবে উত্তর কোরিয়া পাল্টা হামলা চালানোর হুমকি দিয়ে বলে, ‘প্রশান্ত মহাসাগরে অবস্থিত মার্কিন দ্বীপ গুয়ামের ঘাঁটিগুলোতে হামলা চালিয়ে আগুন ধরিয়ে দেয়া হবে।’ পিয়ংইয়ংয়ের ওই প্রতিক্রিয়ায় মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জিম ম্যাটিস এক বিবৃতিতে বলেন, ‘উত্তর কোরিয়া যেন এমন কাজ না করে যাতে দেশটির সরকার পরিবর্তন করে দিতে হয়।’

এমন হুমকি আর বিবৃতি-পাল্টা বিবৃতির মুখে জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত ভ্যাসলি নেবেনজিয়া বলেছেন, ‘মার্কিন প্রেসিডেন্টের বক্তব্যকে মস্কো গভীরভাবে পর্যালোচনা করে দেখছে। আমেরিকা ও উত্তর কোরিয়ার উচিত কোরীয় উপদ্বীপের সংকট নিরসনে অবিলম্বে আলোচনার উদ্যোগ নেয়া।’