Search
Close this search box.
Search
Close this search box.

বিমসটেকের নতুন মহাসচিব দক্ষিণ কোরিয়ার সাবেক রাষ্ট্রদূত শহিদুল ইসলাম

বিমসটেকের নতুন মহাসচিব হচ্ছেন দক্ষিণ কোরিয়ার সাবেক রাষ্ট্রদূত এম শহিদুল ইসলাম। তিনি বর্তমানে ফ্রান্সে রাষ্ট্রদূতের দ্বায়িত্ব পালন করছেন। বিমসটেকে তিনিই হবেন বাংলাদেশের প্রথম বাংলাদেশি মহাসচিব। শহিদুল ইসলাম বিমসটেকের মহাসচিব শ্রীলঙ্কার নাগরিক সুমিত নাকান্দালার স্থলাভিষিক্ত হবেন।

গত বুধবার তার মেয়াদ শেষ হলে পররাষ্ট্র সচিব পর্যায়ের কর্মকর্তারা নতুন মহাসচিব হিসাবে শহীদুল ইসলামকে অনুমোদন দেন। বাংলাদেশের পক্ষ থেকে এম শহিদুল ইসলামের নাম বিমসটেক সদস্যভুক্ত সদস্য দেশগুলোর কাছে আগেই পাঠানো হয়েছিল।

chardike-ad
২০১০ সালে বাংলাদেশ-কোরিয়া সম্পর্কের উপর প্রেজেন্টেশন দিচ্ছেন এম শহিদুল ইসলাম

তিনি ২০০৮ সাল থেকে ২০১২ সাল পর্যন্ত দক্ষিণ কোরিয়ায় দ্বায়িত্ব পালনকালে দুই দেশের সম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।