Search
Close this search box.
Search
Close this search box.

উত্তর কোরিয়াকে আলোচনার টেবিলে আনতে চায় যুক্তরাষ্ট্র

matis-tilarsonউত্তর কোরিয়া ইস্যুতে সুর নরম করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। পিয়ংইয়ংকে আলোচনার টেবিলে ফেরাতে চীনকে আরো উদ্যোগী হওয়ার আহ্বান জানিয়েছে ওয়াশিংটন। ওয়াল স্ট্রিট জার্নালকে দেওয়া পৃথক নিবন্ধে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী জেমস ম্যাট্টিস ও পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন এ আহ্বান জানিয়েছেন।

পিয়ংইয়ংকে আলোচনার টেবিলে ফেরাতে চীন মুখ্য ভূমিকা পালনের অনুরোধ জানিয়ে তার দুজন বলেছেন, ‘ চীনকে আরো বেশি কিছু করতে ওই অঞ্চল ও বিশ্ব আশা করে।’

chardike-ad

তারা দুজন জানান, যুক্তরাষ্ট্রের উদ্দেশ্য শান্তিপূর্ণভাবে চাপপ্রয়োগ কর্মসূচির মাধ্যমে কোরীয় উপদ্বীপকে পারমাণবিক অস্ত্রমুক্তকরণ, উত্তর কোরিয়ার শাসক পরিবর্তন নয়।

মার্কিন এই দুই মন্ত্রী বলেন, ‘উত্তর কোরিয়ার জনগণ যেখানে পিয়ংইয়ংয়ের বৈরী শাসনের মধ্যে জীবনযাপন করছে, এই দীর্ঘদিনের ভুক্তভোগীদের আরো ক্ষতি করার কোনো উদ্দেশ্য আমাদের নেই। কৌশলগত ধৈর্য্যের ব্যর্থ নীতিটির পরিবর্তন করে আমরা কৌশলগত দায়ের নতুন নীতিটি আমরা প্রতিষ্ঠা করতে চাই।’

উত্তর কোরিয়াকে যে কোনো একটি পথ বেছে নিতে হবে উল্লেখ করে টিলারসন ও ম্যাট্টিস বলেন, ‘ তাদেরকে হয় শান্তি, সমৃদ্ধি ও আন্তর্জাতিক গ্রহণযোগ্যতার নতুন পথ গ্রহণ নতুবা বিদ্বেষ, দারিদ্রতা ও বিচ্ছিন্নতার পুরোনো পথে চলতে হবে।’