cosmetics-ad

পরিবারের সাথে নৌকা ভ্রমণে মাশরাফি

mashrafe-sohan

১১ বছর পর বাংলাদেশে আসছে অস্ট্রেলিয়া। দুই টেস্টের সিরিজ সামনে রেখে মুশফিকুর রহিমের দল কঠোর অনুশীলনে ব্যস্ত সময় কাটাচ্ছেন। টেস্ট না খেললেও অনুশীলন করছেন ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। মাঝে কিছুদিন অসুস্থতার কারণে বিশ্রাম নিয়েছেন। আবারও ফিরেছেন অনুশীলনে। তবে এর ফাঁকে পরিবারকেও দিচ্ছেন সময়।

রোববার পরিবারকে সাথে নিয়ে ঘুরে এলেন আশুলিয়ার বেড়িবাঁধে। সেখানকার নদীতে নৌকা করে বেশ খানিকটা সময় কাটিয়েছেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক। মাশরাফির স্ত্রী সুমনা হক সুমী, মেয়ে হুমায়রা মুর্তজা, ছেলে সাহেল মুর্তজা, ভাই মোরসালিন মুর্তজাও সাথে।

মাশরাফি পরিবারের সাথে আরও এক ক্রিকেটারের পরিবার ছিলো। তারা হলেন কাজী নুরুল হাসান সোহান ও তার নববিবাহিতা স্ত্রী তাসনিম ইসলাম লিসা।

২০০৯ সাল থেকেই মাশরাফিকে আর সাদা পোশাকে দেখা যায়নি। টি-টোয়েন্টি থেকেও অবসর নিয়েছেন। সেপ্টেম্বরে দক্ষিণ আফ্রিকায় পূর্ণাঙ্গ সিরিজে তিনটি ওয়ানডে আছে বাংলাদেশের। আর সে কথা মাথায় রেখেই অনুশীলন করে যাচ্ছেন বাংলাদেশের সফলতম এই অধিনায়ক।