sentbe-top

হজে যাচ্ছেন অপি করিম

opi-karimঅভিনেত্রী অপি করিম হজে যাচ্ছেন। আগামীকাল শুক্রবার তিনি সৌদি আরবের উদ্দেশে ঢাকা ছাড়বেন। এ যাত্রায় অপির সফরসঙ্গী তার বাবা-মা। অপির স্বামী নির্মাতা-স্থপতি এনামুল করিম নির্ঝর জানান, ‘অপি যাচ্ছে তার বাবা-মাকে নিয়ে। সবাই দোয়া করবেন যেন সে সুন্দরভাবে ফিরতে পারে।’

এদিকে মিডিয়ায় অপি এখন কমই সময় দিচ্ছেন। ব্যস্ত আছেন সংসার ও শিক্ষকতা নিয়ে। এরই মধ্যে দু-একটি নাটক ও উপস্থাপনায় তাকে পাওয়া গেছে।

গেল বছর এনামুল করিম নির্ঝর এবং অপি করিম তৃতীয়বারের মতো বিয়ে করে নতুনভাবে আলোচনায় আসেন। তারা বিয়ে করেন গেল বছরের ৭ জুলাই। এর আগে প্রথমে একজন স্থপতি এবং পরবর্তীতে মডেল ও অভিনেত্রী তানজিকাকে বিয়ে করেছিলেন নির্ঝর।

অন্যদিকে ২০০৭ সালে জাপানপ্রবাসী ড. আসির আহমেদের সঙ্গে বিয়ে হয়েছিল অপি করিমের। এ সম্পর্ক ভেঙে যাওয়ার পর নাট্যনির্মাতা মাসুদ হাসান উজ্জ্বলের সঙ্গে সংসার করেন তিনি।

sentbe-top