Search
Close this search box.
Search
Close this search box.

জাপানকে ধ্বংস করে দেয়ার হুমকি দিল উত্তর কোরিয়া

north-korea-rocketআমেরিকার পক্ষ নিলে জাপানকে ধ্বংস করে দেয়া হবে বলে হুমকি দিয়েছে উত্তর কোরিয়া। জাপানের ওপর দিয়ে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করার পর উত্তর কোরিয়া এ হুমকি দিল।

উত্তর কোরিয়ার সরকারি বার্তা সংস্থা কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি বা কেসিএনএ এক নিবন্ধে হুঁশিয়ারি দিয়ে বলেছে, জাপানের নিজের ধ্বংস আসন্ন। ক্ষেপণাস্ত্র পরীক্ষার পর জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে নিন্দা জানিয়ে বলেছেন, এ ঘটনা নজিরবিহীন, মারাত্মক এবং ভয়াবহ হুমকি। তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে উত্তর কোরিয়ার ওপর চাপ বাড়ানোরও আহ্বান জানান।

chardike-ad

কেসিএনএ-তে প্রকাশিত ওই নিবন্ধে বলা হয়েছে, উত্তর কোরিয়ার বিরুদ্ধে যুদ্ধের পদক্ষেপের জন্য জাপান এখন তার প্রভুর সঙ্গে গোপন পরিকল্পনায় যুক্ত হয়েছে। জাপান যদি সচেতন না হয় তাহলে তার বিরুদ্ধে কঠিনতম ব্যবস্থা নেয়া হবে এবং তার ধ্বংস আসন্ন। নিবন্ধে আরো বলা হয়েছে, আমেরিকা ও জাপানের মধ্যে সামরিক সম্পর্ক কোরিয় উপদ্বীপের জন্য মারাত্মক হুমকি হয়ে উঠেছে। জাপানের উত্তরাঞ্চলে ও টোকিওতে যে মার্কিন সেনা মোতায়েন করা হয়েছে তাতে তাদের ধ্বংস দ্রুততর হবে।