Search
Close this search box.
Search
Close this search box.

বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা সিরিজের চূড়ান্ত সময়সূচি

bangladesh-south-africaপ্রায় নয় বছর পর চলতি মাসে দক্ষিণ আফ্রিকা যাচ্ছে বাংলাদেশ দল। আর এ সফরে দুটি টেস্ট, তিনটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি খেলবে টাইগাররা। দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড বাংলাদেশ সফরের সূচি চূড়ান্ত করেছে।

এই সিরিজের প্রথম টেস্ট হবে পোচেফ্স্ট্রুম মাঠে। দ্বিতীয় টেস্ট ব্লুমফন্টেইনে। এই দুটি মাঠেই অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টির দুই ম্যাচ। তিন ওয়ানডের সিরিজের প্রথমটি কিম্বার্লি, দ্বিতীয়টি পার্ল ও শেষটি ইস্ট লন্ডনে।

chardike-ad

টেস্ট ও ওয়ানডে সিরিজের ম্যাচগুলো শুরু হবে বাংলাদেশ সময় দুপুর দুইটা থেকে। প্রথম টি-টোয়েন্টি ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত দশটায়। আর দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ছয়টায়।

এছাড়া ২১ সেপ্টেম্বর বোনোনিতে দক্ষিণ আফ্রিকা আমন্ত্রিত একাদশের বিপক্ষে তিন দিনের প্রস্তুতি ম্যাচ দিয়ে সফর শুরু করবে বাংলাদেশ।

বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা সিরিজের সময়সূচি:
২১-২৩ সেপ্টেম্বর, দুপুর দুইটা, প্রস্তুতি ম্যাচ
২৮ সেপ্টেম্বর-২ অক্টোবর, দুপুর দুইটা, প্রথম টেস্ট
৬-১০ অক্টোবর, দুপুর দুইটা, দ্বিতীয় টেস্ট
১২ অক্টোবর, দুপুর দুইটা, প্রস্তুতি ম্যাচ
১৫ অক্টোবর, দুপুর দুইটা, প্রথম ওয়ানডে
১৮ অক্টোবর, দুপুর দুইটা, দ্বিতীয় ওয়ানডে
২২ অক্টোবর, দুপুর দুইটা, তৃতীয় ওয়ানডে
২৬ অক্টোবর, রাত দশটা, প্রথম টি-টোয়েন্টি
২৯ অক্টোবর, সন্ধ্যা সাড়ে ছয়টা, দ্বিতীয় টি-টোয়েন্টি