Search
Close this search box.
Search
Close this search box.

আফগানিস্তানের বিপক্ষে আরেকটি লজ্জা হার

afgan-bdবড় ভাইরা টেস্ট খেলেন, বাংলাদেশের যুবারা বোধ হয় গর্ব করে সে কথাটি আর বলতে পারবেন না। আফগানিস্তানের মত দল যে ঘরের মাঠে এসে বলে-কয়ে হারিয়ে দিচ্ছে বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ দলকে!

গত সোমবার সিরিজের তৃতীয় ওয়ানডেতে তাদের ৭৫ রানে গুটিয়ে দিয়েছিল আফগানিস্তান। চতুর্থ ওয়ানডেতে ১৩২ রান করেও টাইগার যুবাদের ৮৮ রানে অলআউট করে দিয়েছে সফরকারিরা। সিলেটে লো-স্কোরিং ম্যাচটি স্বাগতিক দল হেরেছে ৪৫ রানের বড় ব্যবধানে।

chardike-ad

বোলাররা জয়ের মঞ্চ তৈরি করে দিচ্ছেন, কিন্তু ব্যাটসম্যানরা সেই মঞ্চে দাঁড়ানোর আগেই উল্টে পড়ছেন। নাঈম হাসান একাই ৫ উইকেট নিয়ে আফগানিস্তানকে গুটিয়ে দিয়েছিলেন ১৩৩ রানে। সাইফ হাসান ৩টি আর হাসান মাহমুদ নেন ২টি উইকেট।

জবাব দিতে নেমে রীতিমত ভূতুরে ব্যাটিং করেছে বাংলাদেশের যুবারা। বোর্ডে ১১ রান উঠতেই তারা হারিয়ে বসেছে ৬ উইকেট। দারুণ বোলিংয়ের পর ব্যাট হাতেও আলো ছড়িয়েছেন নাঈম হাসান। তার ৩০ রানের সঙ্গে মাহিদুল ইসলাম অঙ্কনের ৪৩ রান না হলে লজ্জাটা আরও বড় হতো স্বাগতিকদের।

আফগানিস্তানের পক্ষে ঘুর্ণি বিষ ছড়িয়েছেন অফস্পিনার মুজিব জাদরান। ১৯ রানে ৭টি উইকেট নিয়েছেন তিনি।

এই জয়ে পাঁচ ম্যাচ সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেল আফগানরা। সিরিজের পরের ম্যাচ আগামী ৭ অক্টোবর।