Search
Close this search box.
Search
Close this search box.

মিরপুরে কিশোরের আত্মহত্যা, হাতে ‘ব্লু হোয়েল’ আঁকা

saemরাজধানীতে ‘ব্লু হোয়েল ’ গেমে আসক্ত হয়ে এক কিশোর ঘরের সিলিংফ্যানে ঝুলে আত্মহত্যা করেছে বলে সন্দেহ করা হচ্ছে। নিহত ওই কিশোরের নাম সায়েম। তার ডানহাতে ব্লু হোয়েল গেম খেলার চিহ্ন তিমি মাছ অঙ্কিত দেখা গেছে। সোমবার রাত সোয়া ৯টার দিকে মিরপুরের কাজিপাড়ায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, আত্মহত্যার আগে সায়েম তার মোবাইল ফোনটি ভেঙে ফেলে। সে আত্মহত্যা প্ররোচনাকারী অনলাইন গেম ‘ব্লু হোয়েল’ খেলত কিনা সে সম্পর্কে নিশ্চিত নয় কেউ।

chardike-ad

সায়েমের বাবা একজন চা দোকানদার। তিনি জানান, সায়েমের গেম আসক্তির কথা তার জানা নেই।

মিরপুর থানার ওসি (তদন্ত) মিজানুর রহমান বলেন, কিশোরের হাতে আঁকা তিমির ছবি দেখে মনে হচ্ছে যে, ব্লু হোয়েল গেম খেলে আত্মহত্যা করে থাকতে পারে। তবে বিস্তারিত জানা যাবে তদন্ত শেষে।

মিরপুর জোনের ডিসি মাসুদ আহমেদ জানান, কাজিপাড়ায় এক কিশোর আত্মহত্যা করেছে। কিন্তু সে ব্লু হোয়েল খেলত, এমন কিছু আমাদের জানা নেই। আমরা বিষয়টি তদন্ত করে দেখছি। এর পরেই সব কিছু জানা যাবে।