cosmetics-ad

জাপানে টাইফুনের আঘাতে মৃতের সংখ্যা বেড়ে ৭

japan

জাপানের বিস্তীর্ণ এলাকাজুড়ে আঘাত হানা টাইফুন ল্যানের তাণ্ডবে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭-এ। এতে আহত হয়েছেন প্রায় ১০০ জন। টাইফুনের প্রভাবে ব্যাপক বৃষ্টিপাতের সঙ্গে ঝড়ো হাওয়া বয়ে গেছে জাপানের উপর দিয়ে।

জাপানে এটি চলতি মৌসুমের ২১তম টাইফুন। এর প্রভাবে ব্যাপক বৃষ্টিপাত হয়েছে জাপানের দক্ষিণাঞ্চলে।

জাপানের ফায়ার অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট এজেন্সির হিসাবে এতে প্রায় ১০০ জন আহত হয়েছেন। সোমবার বিমানের প্রায় ৩শ ফ্লাইট বাতিল করা হয়। রোববার প্রায় ৫শ ফ্লাইট বাতিল করা হয়।