Search
Close this search box.
Search
Close this search box.

dhaka-universityঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আওয়ামীপন্থি শিক্ষকদের প্যানেল নীল দলের সাধারণ সভায় শিক্ষকদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। এতে এক শিক্ষক আহত হলে তাকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাংলোতে রেখে চিকিৎসা দেওয়া হয়েছে।

গত বৃহস্পতিবার রাতে বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রের (টিএসসি) ক্যাফেটেরিয়ায় এ ঘটনা ঘটে। আহত শিক্ষক সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ও সিনেট সদস্য আ ক ম জামাল উদ্দীন।

chardike-ad

এ বিষয়ে নীল দলের আহ্বায়ক অধ্যাপক আবদুল আজিজ বলেন, ‘জীবনেও শিক্ষকদের সভায় এ ধরনের ঘটনা দেখিনি। যদি এ ঘটনার যথাযথ ব্যবস্থা না নেওয়া হয় তাহলে আমরা নীল দলের শিক্ষকরা আর একসঙ্গে বসব না। ’