Search
Close this search box.
Search
Close this search box.

জাপানে ২০ সেকেন্ড আগে ট্রেন ছাড়ায় গভীর দুঃখ প্রকাশ

japan-trainজাপানে নির্ধারিত সময়ের মাত্র ২০ সেকেন্ড আগে একটি ট্রেন ছেড়ে যাওয়ায় দেশটির একটি রেলওয়ে অপারেটর গভীর দুঃখ প্রকাশ করে ক্ষমা প্রার্থনা করেছে। এর মধ্যদিয়ে সময়নিষ্ঠা ও ভদ্রতা উভয়ের জন্য জাপানের যে খ্যাতি রয়েছে সেটিরই প্রকাশ ঘটেছে।

খবরে বলা হয়, জাপানের রাজধানী টোকিওর উত্তরাঞ্চলীয় শহরতলীর মধ্যে চলাচল করা তসুকুবা এক্সপ্রেস ট্রেন নির্ধারিত সময় ৯টা ৪৪ মিনিট ৪০ সেকেন্ডের জায়গায় ৯টা ৪৪ মিনিট ২০ সেকেন্ডে মিনামি নাগারাইয়ামা স্টেশন ছেড়ে যায়।

chardike-ad

তসুকুবা এক্সপ্রেস কোম্পানীর এক বিবৃতিতে বলা হয়, এর ফলে যাত্রীদের ‘ভীষণ অসুবিধার’ জন্য আমরা আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছি। তবে, এ জন্য কোনো যাত্রী ট্রেন ধরতে পারেনি এমনটিও ঘটেনি এবং এ ব্যাপারে যাত্রীদের কাছ থেকে এখন পর্যন্ত আমরা কোনো অভিযোগ পাইনি।’

উল্লেখ্য, সময়নিষ্ঠা ও ভদ্রতা উভয়ের জন্য জাপানের রেলওয়ে সার্ভিসের বিশ্বব্যাপী অনেক সুনাম রয়েছে।