পবিত্র ঈদে মিলাদুন্নবী ২ ডিসেম্বর

eid-miladunnobiআগামী ২ ডিসেম্বর পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত হবে। গতকাল রোববার বাংলাদেশের আকাশে ১৪৩৯ হিজরি সনের পবিত্র রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে সোমবার পবিত্র সফর মাস ৩০ দিন পূর্ণ হবে এবং ২১ নভেম্বর মঙ্গলবার থেকে পবিত্র রবিউল আউয়াল মাস গণনা শুরু হবে। সে হিসেবে আগামী ২ ডিসেম্বর শনিবার সারা দেশে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত হবে।

রোববার সন্ধ্যায় বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন ধর্ম মন্ত্রণালয়ের সচিব মো. আনিছুর রহমান।

৫৭০ খ্রিষ্টাব্দের ২৯ আগস্ট (১২ রবিউল আউয়াল) আরবের বিখ্যাত কুরাইশ বংশের আব্দুল্লাহ বিন আব্দুল মোত্তালিবের ঘরে জন্ম নেন মহানবী হজরত মুহাম্মদ (সা.)। মহানবীর (সা.) শুভাগমনের এই দিনটি ইসলাম ধর্মে অত্যন্ত তাৎপর্যবহ। দিনটি মুসলমানদের কাছে পবিত্র দিন হিসেবে পরিগণিত। বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের ধর্মপ্রাণ মুসলমানরা যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে এ দিনটি উদযাপন করেন।

মুসলমানরা ১২ রবিউল আউয়াল মহানবী হয়রত মুহম্মদের (স.) জন্ম ও মৃত্যু (ওফাত) দিবস হিসেবে পালন করে। কারণ এ দিনেই রাসুলে করীম (স.) ইন্তেকাল করেন। সেই হিসেবে আগামী ২ ডিসেম্বর হবে ১২ রবিউল আউয়াল। বাংলাদেশে ঈদে মিলাদুন্নবীর (স.) দিন সাধারণ ছুটি। যদিও এবার ঈদে মিলাদুন্নবী হবে সাপ্তাহিক ছুটির দিনে।