Search
Close this search box.
Search
Close this search box.

কাজের চাপে প্রেম করার সময় পান না জাপানি তরুণীরা

japani-womenপ্রচণ্ড কাজের চাপে সময় বের করতে না পারার কারণে প্রেমও করতে পারছেন জাপানি তরুণীরা। একটি জরিপে অংশ নেওয়া ৬০ ভাগ তরুণী এমনটাই জানিয়েছেন। অনলাইন ভিত্তিক প্রেমের পরামর্শ প্রদানকারী সংস্থা কোকোলোনি ডট জেপি’র বরাত দিয়ে এ তথ্য প্রকাশ করেছে জাপান টাইমস।

প্রতিবেদনে বলা হয়, বর্তমানে জাপানে পুরুষদের মতো নারীরও একই ধরনের কাজের চাপ থাকে। ফলে অতিরিক্ত কাজের ফাঁকে বিশ্রামের সময়টাতে নারীদের আর প্রেম করতে কিংবা ডেটিংয়ে যাওয়ার মতো শারীরিক ও মানসিক অবস্থা থাকে না। এ সময়টাতে তারা সোফায় ঘুমিয়ে কিংবা টিভি দেখেন ক্লান্তি দূর করেন।

chardike-ad

জরিপটির মতে, প্রচণ্ড কাজের চাপে ডেটিংয়ের সময় প্রতি চারজনে একজন নারী ঘুমিয়ে পড়েন। কারণ তারা মনে করছেন যে এটা ‘সময়ের অপচয় মাত্র’। এর পরিবর্তে তারা বিয়ে করে স্থায়ী হওয়ার পথ খুঁজছেন।

অপর অনলাইন ডেটিং সাইট লাভলি মিডিয়া জানিয়েছে, ক্রমবর্ধমান হারে নারীরা ডেটিং বর্জন করছেন। কারণ তারা মনে করছেন যে এটা ‘সময়ের অপচয় মাত্র’।
এর পরিবর্তে সন্তানের মা হওয়াটাকেই তারা তাদের লক্ষ্য নির্ধারণ করেছেন। আর এজন্য ঘটকের মাধ্যমে তারা নিজেদের জন্য একজন আদর্শ স্বামী খুঁজছেন।