Search
Close this search box.
Search
Close this search box.

টি-টোয়েন্টিতে হোয়াইটওয়াশ শ্রীলঙ্কা

srilanka
ফাইল ছবি

সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে হেরে ভারতের কাছে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হলো শ্রীলঙ্কা। রোববার মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে শ্রীলঙ্কা হেরে যায় ৫ উইকেটে।

টস হেরে ব্যাট করতে নেমেছিল শ্রীলঙ্কা। কিন্তু ১৮ রানের মধ্যেই ওপরের দিকের তিন ব্যাটসম্যানকে হারিয়ে চাপে পড়ে যায় সফরকারীরা। মিডল অর্ডার ব্যাটসম্যান আসেলা গুনারত্নের ৩৬ ও আটে নামা দানুস্কা শানাকার অপরাজিত ২৯ রানের দুটি ইনিংসে শেষ পর্যন্ত ৭ উইকেট হারিয়ে ১৩৫ রান করতে পারে লঙ্কান দল।

chardike-ad

ভারতের হয়ে জয়দেব উনাডকট ১৫ রানে ২টি ও হার্দিক পান্ডিয়া ২৫ রানে ২টি উইকেট নেন। অভিষিক্ত ওয়াশিংটন সুন্দর ২২ রানে নেন একটি উইকেট। একটি করে উইকেট নেন মোহাম্মদ সিরাজ ও কুলদীপ যাদবও।

জবাবে আগের ম্যাচে শতরানের উদ্বোধনী জুটি গড়া লোকেশ রাহুল (৪) রোহিত শর্মা (২৭) ৩৮ রানের মধ্যেই সাজঘরে ফেরেন। তৃতীয় উইকেটে ৪২ রানের জুটি গড়েন শ্রেয়াস আইয়ার ও মনিশ পান্ডে। তবে আইয়ার (৩০) রানআউটে কাটা পড়ার পর হার্দিক পান্ডিয়াও (৪) দ্রুতই ফিরলে চাপে পড়ে যায় ভারত।

শেষ তিন ওভারে ভারতের দরকার ছিল ২০ রান। তবে দীনেশ কার্তিকের অপরাজিত ১৮ ও মহেন্দ্র সিং ধোনির অপরাজিত ১৬ রানের সুবাদে ৪ বল ও ৫ উইকেট হাতে রেখেই জয় নিশ্চিত করে ভারত। পান্ডে করেন ৩২ রান।