Search
Close this search box.
Search
Close this search box.

দক্ষিণ কোরিয়ায় উইন্টার অলিম্পিকে অংশ নেবে উত্তর কোরিয়া

olympicআগামী ৯-২৫ ফেব্রুয়ারি দক্ষিণ কোরিয়ায় হতে যাওয়া পিয়ংচ্যাং অলিম্পিক ২০১৮-তে অংশ নেবে চির বৈরী উত্তর কোরিয়া। আসন্ন শীতকালীন এ গেমসে অংশ নিতে চায় বলে উত্তর কোরিয়ার অলিম্পিক কর্তৃপক্ষ জানিয়েছে। শনিবার চীনের বেইজিং আন্তর্জাতিক বিমানবন্দরে এ কথা জানান আন্তর্জাতিক অলিম্পিক কমিটির পিয়ংইয়ং প্রতিনিধি চ্যাঙ উং। খবর: বিবিসির।

জাপানি সংবাদ সংস্থা কায়াডোর খবরের বরাত দিয়ে জানানো হয়, বৈরী দুই প্রতিবেশী রাষ্ট্রের মধ্যে সরকারিভাবে সংলাপের ইতিবাচক সিদ্ধান্তের একদিন পরই দক্ষিণ কোরিয়ায় অলিম্পিকে অংশ নেওয়ার এ কথা জানালো কিম জং উনের দেশ।

chardike-ad

এরআগে নতুন বছরের শুভেচ্ছা বক্তব্যে কিম জং উন বলেছিলেন, তিনি আশা করেন দক্ষিণ কোরিয়ার অলিম্পিক আয়োজন সফল হবে। তিনি সেখানে নিজেদের প্রতিনিধি পাঠানোর বিষয়টি বিবেচনা করছেন।

এর প্রতিক্রিয়ায় দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে ইন এ বিষয়ে বিস্তারিত আলোচনার জন্য উত্তর কোরিয়ার প্রতি সংলাপে বসার আহ্বান জানান।

এরপর চলতি সপ্তাহেই দক্ষিণ কোরিয়ার সঙ্গে অলিম্পিক নিয়ে সংলাপের বিষয়টি নিশ্চিত করে উত্তর কোরিয়া। আগামী ৯ জানুয়ারি সুইজারল্যান্ডে এ সংলাপ অনুষ্ঠিত হবে।

গত দুই বছরের মধ্যে এটিই বৈরী দুই দেশের মধ্যে প্রথম সংলাপ। এর মাধ্যমে শেষ পর্যন্ত কোরীয় উপদ্বীপের এই দুই বৈরী প্রতিবেশী দেশের মধ্যকার সম্পর্কের উন্নয়ন ঘটবে বলে আশা করছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট।