Search
Close this search box.
Search
Close this search box.

অভিবাসীদের নিয়ে অশালীন মন্তব্য ট্রাম্পের

donald-trumpঅভিবাসীদের নিয়ে অশালীন মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হাইতি, এল সালভেদর ও আফ্রিকার দেশগুলো থেকে আসা অভিবাসীদের দিকে ইঙ্গিত করে তিনি বলেছেন, ‘আমরা কেন নোংরা দেশগুলো থেকে আসা এই লোকদের থাকতে দিচ্ছি?’

বৃহস্পতিবার ডেমোক্র্যাট ও রিপাবলিকান দলের আইনপ্রণেতারা অভিবাসন বিষয়ে একটি দ্বিপাক্ষিক চুক্তির জন্য ওভাল অফিসে ট্রাম্পের সঙ্গে আলোচনার জন্য যান। এসময় হাইতিসহ আফ্রিকার দেশগুলোর অভিবাসীদের প্রসঙ্গ উঠলে ট্রাম্প এ মন্তব্য করেন।

chardike-ad

ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, নরওয়ের মতো দেশগুলো থেকে যুক্তরাষ্ট্রে অভিবাসন প্রত্যাশী বেশি করে আনা উচিৎ বলে ট্রাম্প এসময় আইনপ্রণেতাদের পরামর্শ দেন। এছাড়া ট্রাম্প জানিয়েছেন, যুক্তরাষ্ট্রকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করতে এশীয় দেশগুলোর অভিবাসীদের ভূমিকা বেশি। তাই তিনি এশীয় দেশগুলো থেকে অভিবাসী আনার পথ প্রশস্ত করতে চান।

হাইতির প্রসঙ্গ উঠতেই ট্রাম্প বলেন, ‘আমাদের হাইতির লোক কেন এতো বেশি লাগবে। তাদেরকে বের করে দিন।’

হোয়াইট হাউজ অবশ্য ট্রাম্পের এই মন্তব্য অস্বীকার করেনি। হোয়াইট হাউজের মুখপাত্র রাজ শাহ বলেছেন, ‘ ওয়াশিংটনের কিছু রাজনীতিবিদ বিদেশি দেশগুলোর পক্ষ অবলম্বন করা বেছে নিয়েছেন। কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্প আমেরিকার লোকদের জন্য লড়াই করবেন।’