বৃহস্পতিবার । ডিসেম্বর ১৮, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক প্রবাস ১৪ জানুয়ারী ২০১৮, ৬:৫৮ অপরাহ্ন
শেয়ার

দক্ষিণ কোরিয়ার কিম্পুতে দূতাবাসের কনস্যুলার সেবা


দক্ষিণ কোরিয়ার কিম্পু শহরে দুইদিনের কনস্যুলার সেবা দিবে বাংলাদেশ দূতাবাস। আগামী ২০ ও ২১ জানুয়ারী দুইদিন কিম্পু ফরেন সাপোর্ট সেন্টারে দূতাবাসের কর্মকর্তা কর্মচারীগণ উপস্থিত থাকবেন বলে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। ২০ জানুয়ারী শনিবার বিকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত এবং ২১ জানুয়ারী রবিবার সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত দূতাবাস সেবা প্রদান করবে।

সিউলস্থ বাংলাদেশ দূতাবাস ছুটির দিনগুলোতে বিভিন্ন এলাকায় গিয়ে এই সেবা প্রদান করে আসছে।