Search
Close this search box.
Search
Close this search box.

ফের আলোচনায় বসেছে দুই কোরিয়া

koreaআগামী মাসে অনুষ্ঠেয় শীতকালীন অলিম্পিকে খেলোয়াড়দল পাঠানো নিয়ে দক্ষিণ কোরিয়ার সঙ্গে আলোচনায় বসেছে উত্তর কোরিয়া। গত সপ্তাহে উত্তর কোরিয়া জানায়, দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠেয় অলিম্পিকে খেলোয়াড়দল পাঠাবে তারা। তাদের এই ঘোষণাকে প্রতিবেশী দুই দেশের মধ্যে চলমান উত্তেজনা প্রশমনের সুযোগ হিসেবে দেখা হচ্ছে।

উত্তর কোরিয়ার ঘোষণার পর দক্ষিণ কোরিয়া এ নিয়ে আরো বিশদ আলোচনার জন্য সোমবার বৈঠকে বসার কথা জানায়। তবে পিয়ংইয়ং অলিম্পিকে শুধু তাদের আর্টিস্টিক পারফরমারদের পাঠানোর বিষয়েই আলোচনা সীমাবদ্ধ রাখতে চায়।

chardike-ad

দক্ষিণ কোরিয়া চাইছে এবারের অলিম্পিকে উত্তর কোরিয়া অংশ গ্রহণ করুক। দক্ষিণ কোরিয়া এবারের আসরকে ‘শান্তি অলিম্পিক’ হিসেবে অভিহিত করেছে।

দুই কোরিয়ার মধ্যবর্তী অসামরিক এলাকায় (অমীমাংসিত সীমান্ত) অবস্থিত পানমুনজম গ্রামে সোমবার সকালে বৈঠক শুরু হয়েছে। পানমুনজমকে ‘যুদ্ধবিরতি’ গ্রামও বলা হয়।

উভয় পক্ষের চার সদস্যের প্রতিনিধিদল পানমুনজমে বৈঠকে অংশ নিয়েছেন। উত্তর কোরিয়ার প্রতিনিধিদলের সদস্যদের মধ্যে রয়েছেন মোরানবং ব্যান্ড দলের প্রধান হায়োন সং-উল। এই ব্যান্ডদলের সব সদস্য নারী।

তথ্যসূত্র: বিবিসি অনলাইন