Search
Close this search box.
Search
Close this search box.

দক্ষিণ কোরিয়ায় যাচ্ছেন উত্তর কোরিয়ার ঊর্ধ্বতন কর্মকর্তা

kim-young-namউত্তর কোরিয়ার সর্বোচ্চ পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তা কিম ইয়ং নামকে দক্ষিণ কোরিয়া সফরে পাঠানো হচ্ছে। শীতকালীন অলিম্পিককে কেন্দ্র করে দুই দেশের মধ্যকার উত্তেজনা কমিয়ে আনতেই ওই কর্মকর্তা দক্ষিণ কোরিয়ায় সফর করবেন। এর মাধ্যমে বহু বছর পর উত্তর কোরিয়ার কোনো কর্মকর্তা দক্ষিণ কোরিয়ায় সফর করবেন। খবর বিবিসি।

দক্ষিণ কোরিয়ার একত্রীকরণবিষয়ক মন্ত্রী জানিয়েছেন, উত্তর কোরিয়ার উৎসব বিষয়ক প্রধান কর্মকর্তা কিম ইয়ং ন্যাম ২২ সদস্যের একটি প্রতিনিধি দল নিয়ে শুক্রবার থেকে দক্ষিণ কোরিয়ায় সফর করবেন।

chardike-ad

শীতকালীন অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে একই পতাকার নিচে মার্চে অংশ নেবে দুই কোরিয়ার অ্যাথলেটরা। শীতকালীন অলিম্পিকে উত্তর কোরিয়ার অংশগ্রহণকে দেশটির কূটনৈতিক কৌশল হিসেবেই দেখা হচ্ছে। কারণ ইতোমধ্যেই নিজেদের পরমাণু ও ক্ষেপণাস্ত্র কর্মসূচির কারণে দেশটি আন্তর্জাতিক চাপ ও নিষেধাজ্ঞার মধ্যে রয়েছে।