Search
Close this search box.
Search
Close this search box.

অলিম্পিকে ১২০০ ড্রোন উড়িয়ে দক্ষিণ কোরিয়ার বিশ্ব রেকর্ড

olympicদক্ষিণ কোরিয়ার পিয়ংচ্যাং এ গতকাল শীতকালীন অলিম্পিকের উদ্বোধনীতে ১২০০ ড্রোন উড়িয়ে গিনেস রেকর্ড গড়লো আয়োজক দেশটি। শত বছর ধরে চলে আসা অলিম্পিক রিং এর আদলে এবার এই ব্যতিক্রম আয়োজন করা হয়েছে। পিয়ংচ্যাং এর আকাশ তখন বর্ণিল আলোয় উজ্জ্বল হয়ে ওঠে। এর আগে ২০১৬ সালে জার্মানিতে ৫০০ ড্রোন উড়ার রেকর্ড ছিল। উভয় প্রদর্শনীই পরিচালনা করেছে প্রযুক্তি কোম্পানি ইনটেল।

এদিন দক্ষিণ কোরিয়ার আকাশে ১২১৮টি ড্রোনের প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। অলিম্পিক রিং এর আকৃতিতে তৈরি করা এসব ড্রোনের মধ্যে এখনো ৩০০ টি ড্রোন উড়তে দেখা যায়।

chardike-ad

olympicইন্টেলের তৈরিকৃত ফোম ও প্লাস্টিকের এই ড্রোন প্রতিটি আধা পাউন্ড ওজনের। এলইডি আলোয় সজ্জিত এই ড্রোন ৪ মিলিয়ন রঙ সৃষ্টি করতে সক্ষম। ড্রোনের এ বহর একটি মাত্র কম্পিউটার থেকে এবং একজন পাইলট দ্বারা নিয়ন্ত্রণ করা হয়েছে।