cosmetics-ad

সাবেক প্রেসিডেন্ট পার্কের ঘনিষ্ঠ বন্ধুর ২০ বছরের জেল

sill

দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট পার্ক গুয়েন হাইয়ের ঘনিষ্ঠ বন্ধুকে ২০ বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত। দুর্নীতির অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে কারাদণ্ড দেয়া হয়েছে।

স্যামসাংসহ বেশ কিছু কোম্পানির কাছ থেকে ঘুষ নেয়ার অভিযোগ স্বীকার করে নিয়েছেন পার্কের বন্ধু চই সুন সিল। দুর্নীতি কেলেঙ্কারিতে পার্ক নিজেও জড়িয়ে পড়েছিলেন। ফলে দেশের রাজনীতি ও ব্যবসা খাতে বিশৃঙ্খলা শুরু হয়। কারাদণ্ডের পাশাপাশি চই সুনকে ১ কোটি ৬৬ লাখ ডলার জরিমানা করা হয়েছে।

গত বছর দুর্নীতির কেলেঙ্কারীতে জড়িয়ে অভিশংসনের মুখে প্রেসিডেন্টের পদ থেকে পদত্যাগ করতে বাধ্য হন পার্ক। দুর্নীতির অভিযোগে পার্কের পদত্যাগ চেয়ে রাস্তায় নামেন হাজার হাজার মানুষ। অথচ বরাবরই দুর্নীতির অভিযোগ অস্বীকার করে এসেছেন পার্ক। তার দুর্নীতির কারণে প্রশাসন পঙ্গু হতে শুরু করেছিল। জনমনেও ক্ষোভ তৈরি হয়েছে। ফলে বাধ্য হয়েই তাকে পদত্যাগ করতে হয়েছে।

প্রসিকিউটররা চইকে ২৫ বছরের কারাদণ্ডের আবেদন জানান। তারা এক বিবৃতিতে জানিয়েছেন, নিজের স্বার্থ সিদ্ধির জন্যই পার্কের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রেখেছিলেন চই।