Search
Close this search box.
Search
Close this search box.

প্রবাসীদের জন্য নতুন আইন জারি করল মালয়েশিয়া

mustafarপ্রবাসীদের জন্য নতুন আইন জারি করেছে মালয়েশিয়া। এখন থেকে ট্রাফিক নিয়মনীতি উপেক্ষা করে গাড়ি চালানোর দায়ে প্রবাসীদের বহিষ্কার করা হবে। আইনের সঠিক ব্যবহার এবং এর নিশ্চয়তার লক্ষ্যে এ হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১২ ই ফেব্রুয়ারি) মালয়েশিয়ান ক্রাইম প্রিভেনশন ফাউন্ডেশনের সাথে সাক্ষাতের পর দাতুক সেরি মুস্তফার আলী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ হুঁশিয়ারি দেন।

chardike-ad

দাতুক সেরি বলেন, ‘নিয়মিত ট্রাফিক আইন লঙ্ঘনকারী প্রবাসীদের বহিষ্কার করতে সড়ক ও পরিবহন বিভাগ (জেপিজে) কর্তৃক এ প্রস্তাব গৃহীত হয়েছে যে, যেসকল প্রবাসী নিয়মিত ট্রাফিক আইন লঙ্ঘন করবে তাদের বহিষ্কার করা হবে।’

তিনি জানান, কিছু চালক যারা প্রতিনিয়ত তাদের ইচ্ছা মতো গাড়ি চালায়। যারা আইন মানা তো দূরের কথা, সড়কে শৃংঙ্খলাও বজায় রাখার চেষ্ট করে না। আমরা তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিবো। আমাদের দেশে যারা আইন অমান্য করে চলবে, আমরা তাদের স্বাধীনতা দিতে পারি না বলেও জানান তিনি।

মুস্তফার আলী আরও জানান, এ ধরনের আইন লঙ্ঘনকারীদের অপসারণের ক্ষমতা অভিবাস বিভাগের রয়েছে। যে কয়েকটি আইন প্রবাসীরা লঙ্ঘন করে সেগুলোর মধ্যে হলো- সড়কের লাল লাইট এড়িয়ে চলা, ড্রাইভিং লাইসেন্স ছাড়া গাড়ি চালানো, আবার প্রফেশনাল ড্রাইবিং লাইসেন্স নেই তাদের সংখ্যাও রয়েছে, অনেকেই সঠিকভাবে ভ্যাট দিচ্ছে না। এ সকল বিষয়গুলোকে গুরুত্ব দিয়ে অপরাধ প্রমাণিত হলে তাদের অপসারণ করা হবে এবং পর্যাপ্ত গুরুত্বসহকারে অভিযান পরিচালিত হবে।

আইন লঙ্ঘনকারীদের গ্রেপ্তারে পর তাদের বিরুদ্ধে মামলা হবে। যদি তারা সু-নিদিষ্ট কারণ দেখাতে না পারে তাহলে তাদের সাথে সাথে দেশে পাঠিয়ে দেওয়া হবে।