cosmetics-ad

যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসী গ্রেপ্তার বেড়েছে ৩০ শতাংশ

usa-elegal-person

২০১৭ সালে যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসী গ্রেপ্তারের হার বেড়েছে ৩০ শতাংশ। এক বছরে দেশটিতে ১ লাখ ৪৩ হাজার ৪৭০ জন অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করেছে অভিবাসন ও শুল্ক কর্মকর্তারা। এই সংখ্যা গত তিন বছরের মধ্যে সর্বোচ্চ।

বৃহস্পতিবার ওয়াশিংটনভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান পিউ রিসার্চ সেন্টারের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। এ খবর দিয়েছে আল জাজিরা। বিবৃতিতে বলা হয়, গত বছরের জানুয়ারিতে ডনাল্ড ট্রাম্প প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণের পর অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে পদক্ষেপ নেয়া শুরু হয়।

গত বছরে ফ্লোরিডা, উত্তর টেক্সাস ও ওকলাহোমাতে সবচেয়ে বেশি সংখ্যক অভিবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। শুধু টেক্সাসের ডালাস শহর থেকেই সাড়ে ১৬ হাজারেরও বেশি অভিবাসীকে গ্রেপ্তার করেছে কর্তৃপক্ষ। এছাড়া নিউ অর্লিন, আটলান্টা, বোস্টন ও ডেট্রয়ট শহরেও গ্রেপ্তারের হার ৫০ শতাংশ বেড়েছে।

এর আগে ২০০৯ সালে ২ লাখ ৯৮ হাজার অবৈধ অভিবাসী গ্রেপ্তার করেছিল কর্তৃপক্ষ। কিন্তু পরবর্তী বছরগুলোতে গ্রেপ্তারের পরিমাণ কমতে থাকে। ট্রাম্পের কঠোর অভিবাসন নীতির কারণে আবারো তা বৃদ্ধি পেতে শুরু করেছে।

সূত্র- মানাব জমিন