Search
Close this search box.
Search
Close this search box.

৪ মার্চ বাংলাদেশ কমিউনিটি ইন কোরিয়ার নির্বাচন

আগামী ৮ মার্চ দক্ষিণ কোরিয়ার সিউলে বাংলাদেশ কমিউনিটি ইন কোরিয়া’র নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সিউলের কেইবি হানা ব্যাংকের হেড অফিসের মিলনায়তনে এই নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। দক্ষিণ কোরিয়া প্রবাসীদের অরাজনৈতিক সংগঠন বিসিকে বিভিন্ন পেশা এবং মতের প্রবাসীদের একক একটি প্ল্যাটফর্ম।

সংগঠনটির গঠনতন্ত্র অনুযায়ী দুইবছর পরপর সংগঠিনটির ৫১ সদস্যের নির্বাহী পরিষদ এবং সভাপতি, সাধারণ সম্পাদক পদে নির্বাচন অনুষ্ঠিত হয়ে থাকে। সর্বশেষ কমিটির মেয়াদ গতমাসে অর্থাৎ ডিসেম্বরে শেষ হয়েছে। নির্বাচন উপলক্ষ্যে ৫ সদস্যের একটি নির্বাচন পরিচালনা কমিটি গঠিত।

chardike-ad

দক্ষিণ কোরিয়ায় বসবাসরত প্রবাসীদের মধ্যে যারা সামাজিক কাজে বড় পরিসরে কাজ করতে ইচ্ছুক তাদেরকে নির্বাচনে অংশ নেওয়ার আহবান জানিয়েছে সংগঠনটি।