Search
Close this search box.
Search
Close this search box.

আগামীকাল বাংলাদেশ কমিউনিটি ইন কোরিয়া’র নির্বাচন

দক্ষিণ কোরিয়ার একক সমন্বিত সংগঠন বাংলাদেশ কমিউনিটি ইন কোরিয়া’র ৩য় নির্বাচন আগামীকাল ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে। সিউলের কেইবি হানা ব্যাংকে সকাল ১১টায় নির্বাহী পরিষদ নির্বাচনের মাধ্যমে নির্বাচনী কার্যক্রম শুরু হবে।

chardike-ad

বিভিন্ন পেশার কোরিয়া প্রবাসীদের সমন্বয়ে গঠিত এই সংগঠনের নির্বাচনে প্রথমে বিভিন্ন পেশার প্রতিনিধি নির্বাচন করা হয়। ব্যবসায়ী, নাগরিকত্ব, ছাত্র, পেশাজীবী, ইপিএস এবং আঞ্চলিক কোটায় ৫১ জন সদস্য নির্বাচিত হওয়ার পর সভাপতি এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচন হয়ে থাকে।

বিসিকে’র গঠনতন্ত্র অনুযায়ী দুই বছর পর পর নির্বাচন অনুষ্ঠিত হয়ে থাকে। ইতিমধ্যে বিগত কমিটি বিলুপ্ত ঘোষণা করে পাঁচ সদস্যের একটি নির্বাচনী পরিচালনা কমিটি গঠন করা হয়।

উল্লেখ্য,  কোরিয়ায় প্রবাসীদের একক একটি সংগঠন তৈরীর লক্ষ্যে ২০১৩ সালের ১ সেপ্টেম্বর একটি সমন্বয় কমিটি গঠিত হয়। সমন্বয় কমিটির অধীনে ২০১৪ সালের ৯ ফেব্রুয়ারী প্রথম নির্বাচনের মাধ্যমে বিসিকের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।