Search
Close this search box.
Search
Close this search box.

কোরিয়ায় একক বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় এবার প্রার্থী সাড়ে ৬ লাখ

অনলাইন প্রতিবেদক, ৮ নভেম্বর ২০১৩:

কোরিয়ায় একক বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে। সারাদিনব্যাপী এই পরীক্ষায় এবার অংশ নিয়েছে ৬ লাখ ৫০ হাজার ৭৪৭ জন শিক্ষার্থী। কলেজ স্কলাস্টিক এবিলিটি টেস্ট নামের এই ভর্তি পরীক্ষায় গতবারের চেয়ে এবার ১৭হাজার ৭৭৫জন শিক্ষার্থী কম অংশ নিয়েছে। এবারের পরীক্ষার ফলাফল আগামী ২৭ নভেম্বর ব্যক্তিগতভাবে জানিয়ে দেওয়া হবে।

chardike-ad
20131107000557_0
পরীক্ষা চলাকালীন সময়ে শিক্ষার্থী ও অভিভাবকদের প্রার্থনা করতে দেখা যাচ্ছে

কোরিয়ার বৃহৎ এই পরীক্ষা উপলক্ষে সকালে সাবওয়েতে ট্রেনের সংখ্যা বাড়িয়ে দেওয়া হয়। পরীক্ষার সেন্টার থেকে ২০০ মিটারের মধ্যে সকল যানবাহন নিষিদ্ধ রাখা হয়।

উল্লেখ্য, কোরিয়ায় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা বাংলাদেশের মত বিশ্ববিদ্যালয়ভিত্তিক আলাদাভাবে নেওয়া হয় না। শিক্ষা মন্ত্রণালয় একটি কাউন্সিলের মাধ্যমে একক ভর্তি পরীক্ষা নিয়ে থাকে। বিশ্ববিদ্যালয়গুলো সেই পরীক্ষার নম্বরের ভিত্তিতে শিক্ষার্থী বাছাই করে থাকে।