Search
Close this search box.
Search
Close this search box.

rubelসকলেরই ধারণা রুবেলই শেষে এসে বাংলাদেশকে ডুবিয়েছে। এক ওভারে ২২ রান দিয়ে ভারতের জয় সহজ করে দিয়েছে। আসলেই কি তাই, দায় কি শুধু রুবেলের একার উপরই বর্তায়? তবে সবার মতো রুবেল নিজেও সে দায় তুলে নিলেন নিজের কাঁধে।

ম্যাচ শেষে নিজের ফেসবুক পেইজে রুবেল লিখেছন, ম্যাচ শেষ হওয়ার পর থেকেই খুব খারাপ লাগছে। সত্যি বলতে আমি কখনোই ভাবিনি আমার কারণে বাংলাদেশ দল জয়ের এত কাছে এসেও ম্যাচ থেকে এভাবে ছিটকে যাবে। সবার কাছে আমি ক্ষমাপ্রার্থী। আমাকে ক্ষমা করে দিয়েন সবাই।

chardike-ad

নিদাহাস ট্রফির ফাইনালে ভারতের বিপক্ষে জয়ের খুব কাছে গিয়েও হেরেছে বাংলাদেশ। এই জয়ের আনন্দ নিয়ে হয়ত দেশে বীরের বেশে ফিরতে পারতো টাইগাররা। সেটা আর হলো না। এমন আনন্দ উদযাপনের জন্য আরও কিছু সময় অপেক্ষা করতে হবে বাংলাদেশকে। শ্রীলঙ্কা সফর শেষে আজ দেশে ফিরবে বাংলাদেশ ক্রিকেট দল।