Search
Close this search box.
Search
Close this search box.

আগামীকাল পারমাণবিক পরীক্ষা কেন্দ্র ধ্বংস করবে উত্তর কোরিয়া

nuclear-bomb

সব ঠিকঠাক থাকলে আগামীকাল পারমাণবিক পরীক্ষা কেন্দ্র ধ্বংস করবে উত্তর কোরিয়া। আজ বুধবার ধ্বংস করা হতে পারে বলে ধারণা করা হলেও শেষ পর্যন্ত আজকে করা হয়নি বলে জানিয়েছেন দক্ষিণ কোরিয়ার সাংবাদিকরা। এর আগে ২৩ থেকে ২৫ মে’র মধ্যে পারমাণবিক পরীক্ষা কেন্দ্র ধ্বংস করবে বলে জানিয়েছিল উত্তর কোরিয়া।  আগামীকাল শুরু হয়ে শুক্রবার পর্যন্ত চলবে পারমাণবিক পরীক্ষা কেন্দ্র ধ্বংস কার্যক্রম।

chardike-ad

ইতিমধ্যে ৫ দেশের সাংবাদিকরা ধ্বংস কার্যক্রমের সাক্ষী হতে উত্তর কোরিয়া পৌঁছেছেন। পিয়ংইয়ং এর আমন্ত্রণে দক্ষিণ কোরিয়া, চীন, রাশিয়া, যুক্তরাষ্ট্র এবং ব্রিটেনের বেশ কয়েকজন সাংবাদিক এখন কার্যক্রমের সংবাদ সংগ্রহের জন্য উত্তর কোরিয়া রয়েছেন।

বুধবার থেকে শুরু হয়ে শুক্রবার পর্যন্ত পরমাণু কেন্দ্র ধ্বংসের কার্যক্রম চলবে বলে জানিয়েছে পিয়ংইয়ং। ঐ কেন্দ্র থেকে এ পর্যন্ত ৬ বার পারমাণবিক বোমার পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া।