Search
Close this search box.
Search
Close this search box.

রাজস্থানকে হারিয়ে ফাইনালের আশা বাঁচিয়ে রাখলো কলকাতা

kolkataদুর্দান্ত জয়ে ফাইনালের আশা বাঁচিয়ে রাখলো কলকাতা নাইট রাইডার্স। বুধবার এলিমিনেটর ম্যাচে রাজস্থান রয়্যালসকে ২৫ রানে হারিয়েছে দিনেশ কার্তিকরা। এই জয়ে দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে ফাইনালে ওঠার লড়াইয়ে তারা মুখোমুখি হবে সানরাইজার্স হায়দরাবাদের।

ইডেন গার্ডেনে টস হেরে ব্যাট করতে নেমে ক্যারিবীয় বিগহিটার আন্দ্রে রাসেলের অসাধারণ এবং ঝড়ো ব্যাটিংয়ের ওপর ভর করে ১৬৯ রান তোলে কেকেআর। ২৫ বলে ৪৯ রান করেন আন্দ্রে রাসেল। জয়ের জন্য ১৭০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৪ উইকেট হারিয়ে ১৪৪ রানের থেমে যেতে হয় রাজস্থানকে। ফলে ২৫ রানের পরাজয় মানতে বাধ্য হয় রাজস্থান।

chardike-ad

জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে আজিঙ্কা রাহানে এবং রাহুল ত্রিপাথি কিছুটা স্লো স্টার্ট করেন। ১৩ বলে ২০ রান করে আউট হয়ে যান ত্রিপাথি। ৪১ বলে ৪৬ রান করেন আজিঙ্কা রাহানে। সাঞ্জু স্যামসন ৩৮ বলে খেলেন ৫০ রানের ইনিংস। তার এই ইনিংসও কাজে লাগেনি রাজস্থানের।

১৮ বলে ১৮ রান করে অপরাজিত থাকেন হেনরিক্স ক্লাসেন। আন্দ্রে রাসেল ৩ ওভার বল করে দেন ২২ রান। পীযূষ চাওলা নেন ২ উইকেট। ১ উইকেট করে নেন প্রাসিদ কৃষ্ণা এবং কুলদীপ যাদব।

আগামী শুক্রবার দ্বিতীয় কোয়ালিফায়ারে ইডেন গার্ডেনেই সানরাইজার্স হায়দরাবাদের মুখোমুখি হবে কলকাতা নাইট রাইডার্স।