Search
Close this search box.
Search
Close this search box.

৭৭ পয়সার জন্য জাপান ফুটবল এসোসিয়েশনের বিরুদ্ধে মামলা

vahidজাপান ফুটবল এসোসিয়েশনের (জেএফএ) বিপক্ষে মান হানির মামলা করেছেন পদচ্যুত জাতীয় দলের কোচ ভাহিদ হালিলহোদিচ। নিজের সুনাম ক্ষুণ্ন ও সম্মান হানির অভিযোগে তিনি ‘এক’ ইয়েন ক্ষতিপুরণ দাবি করে মামলাটি দায়ের করেছেন। যা বাংলাদেশি মুদ্রায় মাত্র ৭৭ পয়সা।

এএফপিকে ভিনসেন্ট জানিয়েছেন, ‘এটি টাকার বিষয় নয়, জাপানকে বিশ্বকাপ পর্যন্ত পৌঁছে দিয়ে সে নিশ্চয়ই বোকার মতো কিছু করতে চায় না। সে মন থেকেই কষ্ট পেয়েছে এবং প্রতারিত অনুভব করছে।’ তিনি আরও বলেন, ‘তাশিমা জাপান ফুটবল অ্যাসোসিয়েশন সরকারের নিয়ম ভঙ্গ করেছেন, তাই আমরা আনুষ্ঠানিক ক্ষমা আশা করছি।’

chardike-ad

বসনিয় এই কোচকে গত মাসে আকস্মিকভাবে বরখাস্ত করে জাপান ফুটবল এসোসিয়েশন। এতে চটে যান তিনি। ওই সিদ্ধান্তটিকে ‘অন্যায়’ ও ‘বর্বর’ বলে আখ্যায়িত করেছেন তিনি।

মামলার ভিত্তিতে এটর্নি লিওনেল ভিনসেন্ট, বিশ্বকাপ শুরুর মাত্র দুই মাস আগে বোর্ড সদস্যদের সঙ্গে কোন প্রকার আলাপ আলোচনা ছাড়া ওই কোচকে বরখাস্ত করার বিষয়ে জেএফএ সভাপতি কোজো তাসিমাকে কারণ ব্যখ্যা করতে বলেছেন।