Search
Close this search box.
Search
Close this search box.

বিশ্বকাপের কঠিন গ্রুপে দক্ষিণ কোরিয়া

south-korea-football-team২০১৮ বিশ্বকাপের বছর। ফুটবল মহাযজ্ঞের উত্তেজনার আঁচ এখনই পেতে শুরু করেছে বিশ্ব। ফুটবল উৎসবে মেতে ওঠার আগে অংশ নিতে যাওয়া দলগুলোকে নিয়ে আগ্রহের কমতি নেই ভক্ত-সমর্থকদের। এবারও অংশ নিচ্ছে ৩২ দল। তাদের শক্তি-দুর্বলতা, স্কোয়াড, প্রতিপক্ষ নিয়ে সাজানো আমাদের এই আয়োজন। আজ থাকছে ‘এফ’ গ্রুপের দক্ষিণ কোরিয়া-

বিশ্বকাপের নিয়মিত মুখ দক্ষিণ কোরিয়া। ১৯৮৬ সাল থেকে প্রত্যেক আসরেই খেলছে এশিয়ার দেশটি। তবে বিশ্ব মঞ্চে খুব বেশি দূর এগিয়ে যেতে পারছে না তারা। ২০০২ সালে ঘরের মাঠের বিশ্বকাপে সেমিফাইনাল খেলা এখন পর্যন্ত তাদের সেরা সাফল্য। রাশিয়ার আসরেও তেমনই কিছু করার স্বপ্ন দক্ষিণ কোরিয়ার।

chardike-ad

son hyeong

যদিও স্বপ্নটা পূরণ করা তাদের জন্য ভীষণ কঠিন। কারণ গ্রুপ পর্বেই দিতে হবে কঠিন পরীক্ষা। ‘এফ’ গ্রুপে প্রতিপক্ষ হিসেবে রয়েছে বর্তমান চ্যাম্পিয়ন জার্মানি। তাদের সঙ্গে মুখোমুখি হতে হবে কনকাকাফ অঞ্চলের শক্তি মেক্সিকোর। রয়েছে সুইডেন, যারা ইতালিকে বিদায় করে দিয়ে জায়গা করে নিয়েছে ২০১৮ সালের আসরে।

একনজরে দক্ষিণ কোরিয়া:

অধিনায়ক: কি সাং-ইয়েং
কোচ: তায়ে-অং শিন
ডাকনাম: দ্য টিগাক ওয়ারিয়র্স।
র‌্যাংকিং: ৫৭ (জুন ৭ পর্যন্ত)।
বিশ্বকাপে অংশ নিয়েছে: ৯বার- ১৯৫৪, ১৯৮৬, ১৯৯০, ১৯৯৪, ১৯৯৮, ২০০২, ২০০৬, ২০১০, ২০১৪।
বিশ্বকাপে সেরা সাফল্য: চতুর্থ স্থান- ২০০২।

japan korea world cupফিরে দেখা বাছাই পর্ব: এশিয়া অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ের তৃতীয় ও চূড়ান্ত রাউন্ডে ১০ ম্যাচে মাত্র চারটিতে জয় পায় দক্ষিণ কোরিয়া। এরপরও ‘এ’ গ্রুপের রানার্স-আপ হয়ে রাশিয়ার টিকিট পায় তারা। বাছাইয়ের বাজে পারফরম্যান্সের দুই ম্যাচ আগে চাকরি হারান কোচ উলি স্টিলাইক। শেষ দুই ম্যাচে ড্র করে বিশ্বকাপ নিশ্চিতের পর দলটির খেলোয়াড়রা জানিয়েছিলেন, তারা এর চেয়ে অনেক ভালো ফলের দাবিদার।

দক্ষিণ কোরিয়ার বিশ্বকাপ সূচি: সুইডেনের বিপক্ষে ম্যাচ গিয়ে বিশ্বকাপ শুরু হবে দক্ষিণ কোরিয়ার। ১৮ জুনের ওই ম্যাচের চার দিন পর নামবে মেক্সিকোর বিপক্ষে। আর ২৭ জুন গ্রুপ পর্বের শেষ ম্যাচে মুখোমুখি হবে জার্মানির।

১৮ জুন: সুইডেন
২৩ জুন: মেক্সিকো
২৭ জুন: জার্মানি

চূড়ান্ত স্কোয়াড: গোলরক্ষক– কিম সিয়াং-গিউ, কিম জিন-হিয়ন, চো হুন-উ; ডিফেন্ডার– কিম ইয়ং-গউন, জাং হিউন-সু, জুং সিয়াং-হিয়ন, ইয়ান অং-সান, ওহ বান-সুক, কিম মিন-উ, পার্ক জু-হো, হং চুল, গো ইয়ো-হান, লি অং; মিডফিল্ডার– কি সাং-ইয়েং, জুং উ-ইয়ং, জু সি-জং, কু চিয়ল, লি জায়ে-সাং, লি সিয়াং-উ, মুন সিয়ন-মিন; ফরোয়ার্ড– কিম শিন-উক, সন হিয়াং-মিন, হাওয়াং হি-চ্যান।