cosmetics-ad

দক্ষিণ কোরিয়ায় মাত্র ৩৫০০ টাকায় আইফোন!

iphone-3gs

আবারও অত্যন্ত সস্তায় পাওয়া যাচ্ছে আইফোন। আইফোন 3GS আবার পাওয়া যাচ্ছে বাজারে। গ্রাহক ফোনটি পেতে চলেছেন একেবারে পানি দরে৷ প্রথম এই ফোনের আত্মপ্রকাশ ২০০৯ সালে৷ দীর্ঘ ৯ বছর পর ফের বিক্রি হচ্ছে সেই ফোন।

তবে কেবলমাত্র দক্ষিণ কোরিয়াবাসীই এই সেটটি কিনতে পারবেন৷ বাংলাদেশি টাকায় যেটির দাম মাত্র ৩৫০০ টাকা৷ স্টক থাকছে সীমিত৷ ফোনটি ইউজাররা পেতে চলেছেন টেলিকম সংস্থা SK Telink-এর দৌলতে৷ চলতি মাসের শেষে শুরু হতে চলেছে সেলটি৷

গুদামঘর থেকে বেশ কিছু সেট উদ্ধার করে টেলিকম সংস্থা SK Telink৷ সংস্থা জানিয়েছে, প্রত্যেক সেটকে পরীক্ষা করার পরই বিক্রি করা হবে৷ হার্ডওয়্যার জনিত সমস্যা থাকার সম্ভবনা নেই৷ তবে, ব্যাটারির অবস্থা চিন্তায় ফেলেছে উদ্যোক্তাদের৷ ৯ বছর আগে তৈরি ফোনটি এখনও নতুনভাবে বাক্সবন্দি অবস্থায় রয়েছে৷