Search
Close this search box.
Search
Close this search box.

টি২০ র‌্যাঙ্কিংয়ের শীর্ষে উঠলেন ফিঞ্চ, সেরা দশে নেই কোহলি

finchসোমবার আইসিসি আন্তর্জাতিক টি ২০ তে ব্যাটসম্যানদের সাম্প্রতিক র‌্যাঙ্কিং প্রকাশ করেছে। প্রথম তিনটি স্থানেই এসেছে পরিবর্তন। তবে র‌্যাঙ্কিং তালিকার সেরা দশে জায়গা হয়নি ভারতীয় অধিনায়ক বিরাট কোহলির।

র‌্যাঙ্কিংয়ে প্রথম স্থানে রয়েছেন অস্ট্রেলিয়ার নবনিযুক্ত টি ২০ দলের অধিনায়ক অ্যারন ফিঞ্চ। তালিকায় চার নম্বর স্থান থেকে তিনি প্রথম স্থানে উঠে এসেছেন। জিম্বাবুয়েতে ত্রিদেশীয় টি ২০ সিরিজে ফিঞ্চ ব্যাটে দারুণ সাফল্য পেয়েছেন। তিনি অপরাজিত ৬৮, ১৭২ (আন্তর্জাতিক টি ২০ –তে সর্বাধিক রানের ইনিংস), ১৬, ৩ এবং ৪৭ রানের ইনিংস খেলেছেন।

chardike-ad

টুর্নামেন্টের ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাকিস্তানের জয়ের নায়ক ফকর জামান তালিকায় দ্বিতীয় স্থানে।র‌্যাঙ্কিংয়ের প্রথম ১০-এ একমাত্র ভারতীয় কে এল রাহুল। তালিকায় তাঁর স্থান তৃতীয়।রাহুলের পরবর্তী স্থানে রয়েছে বাবর আজম, কলিন মুনরো, গ্লেন ম্যাক্সওয়েল।

ইংল্যান্ডের বিরুদ্ধে সদ্যসমাপ্ত টি ২০ সিরিজের প্রথম ম্যাচে রাহুল সেঞ্চুরি করেন। রোহিত শর্মার পর দ্বিতীয় ভারতীয় ব্যাটসম্যান হিসেবে টি ২০ ফর্ম্যাটে একের বেশি শতরান রয়েছে তাঁর। র‌্যাঙ্কিংয়ে রদবদলে ভালো খবর নেই ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলির।

তালিকায় প্রথম দশেও নেই কোহলি। তাঁর স্থান দ্বাদশ।দলের র‌্যাঙ্কিংয়ে পাকিস্তানের পর দ্বিতীয় স্থানে উঠে এসেছে ভারত।ব্যাটসম্যানদের তালিকায় কোহলির থেকে একধাপ এগিয়ে রোহিত শর্মা।